মা হলেন দীপিকা কাকর
মা হলেন দীপিকা কাকর। ‘সিমর’-এর ঘরে আজ আনন্দের জোয়ার। পুত্রসন্তানের জন্ম দিলেন টেলি অভিনেত্রী। সুখবর দিলেন স্বামী শোয়েব ইব্রাহিম।হিন্দি ধারাবাহিকের নায়ক শোয়েব ইনস্টাগ্রামে লিখলেন, ‘আজ ২১ জুন আমাদের কোলে পুত্রসন্তান এসেছে। প্রিম্যাচিওর বেবি, তবে দুশ্চিন্তার খুব একটা কারণ নেই।’গত বছর ২০২২ সালে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছিলেন ‘সসুরাল সিমর কা’-র নায়ক ও নায়িকা। তবে ভক্তদের মন থেকে সুখবর পেয়েও দুশ্চিন্তা পুরোপুরি যায়নি।
কারণ এর আগে দীপিকার গর্ভপাত হয়েছে। সেই সময়ে সোশ্যাল মিডিয়াতেই দুঃসংবাদ দিয়েছিলেন শোয়েব। গত বছর ফেব্রুয়ারি মাসে সেই মর্মান্তিক ঘটনাটি ঘটে।এবার প্রি ম্যাচিওর বেবি। ফলে দুশ্চিন্তা রয়েই যাচ্ছে অনুরাগীদের মনে। কতদিন হাসপাতালে রাখতে হবে সদ্যোজাতকে, সে ব্যাপারে কোনও তবে নতুন সদস্যের ছবি দেখতে আগ্রহী সকলেই।জানা গিয়েছে, তিনি নাকি সন্তান এবং পরিবারকেই সমস্ত সময় দিতে চান। গৃহবধূ হয়েই কাটাতে চান বলে জানিয়েছেন দীপিকা। আর সেই কারণেই অভিনয় ত্যাগের সিদ্ধান্ত।