You will be redirected to an external website

প্রকাশ্যে ‘কিসি কি ভাই কি জান’-এর ট্রেলার,শেহনাজ়ের নামমাত্র উপস্থিতি...

প্রকাশ্যে-‘কিসি-কি-ভাই-কি-জান’-এর-ট্রেলার,শেহনাজ়ের-নামমাত্র-উপস্থিতি...

প্রকাশ্যে ‘কিসি কি ভাই কি জান’-এর ট্রেলার

সলমন খানের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির ‘ইয়েনতম্মা’ গান মুক্তি পেতেই অভিনেতার তীব্র সমালোচনা করেছেন প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মণ শিবরামকৃষ্ণণ। এ বার প্রকাশ্যে এল এই ছবির ট্রেলার। ৩ মিনিট ২৫ সেকেন্ডের ট্রেলারে একেবারে ছত্রে ছত্রে অ্যাকশনে ভরপুর। মাঝে মধ্যেই আসছেন পূজা হেগড়ে। সবার যিনি ভাই তারই জান হয়ে। কিন্তু যাকে ট্রেলারে প্রায় খুঁজেই পাওয়া গেল না তিনি শেহনাজ় গিল। সলমনের ছবিতে বড় পর্দায় অভিষেক ঘটছে বিগ বসের এই প্রাক্তন প্রতিযোগীর। তবে ছবির ৯০ শতাংশ শুধুই ভাইজান। তাই যার অপেক্ষায় দিন গুনছিলেন সলমন অনুরাগীরা সেই অপেক্ষার অবসান ঘটতে আর মাত্র কয়েকদিন।

পরিচালক ফারহাদ সামজির এই ছবিতে বলিউড মূল ধারার বাণিজ্যিক ছবির সব ক’টি উপাদানই মজুত রয়েছে। কথায় কথায় অ্যাকশন, মাঝে মধ্যে হালকা প্রেম, সঙ্গে রয়েছে নাচ-গান, বড় সেট। নিজের তুলনায় অর্ধেক বয়সি পূজার সঙ্গে সলমনের রোম্যান্স করা নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি নির্মাতাদের। যদিও এই ছবিতে সলমনকে একেবারে নিজস্ব স্টাইলে দেখা যাবে। অভিনেতার আদব কায়াদা অনেকেই ওয়ান্টেড ছবিতে তাঁর করা চরিত্র রজবীরের কথা মনে করিয়ে দিতেই পারে। ছবিতে দু’টি লুক তাঁর। একটা লম্বা চুল আর দাড়ি। দ্বিতীয়টা ক্লিন সেভ ছোট করে কাটা চুল। সলমন খান ফিল্মস্‌-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। মাত্র ২ ঘণ্টায় প্রায় ১৯ লাখ দর্শক দেখে ফেলেছেন।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

বোমা-ফেটে-গুরুতর-আহত-সঞ্জয়-দত্ত,-কন্নড়-ছবির-শুটিংয়ের-সময়-দুর্ঘটনা Read Next

বোমা ফেটে গুরুতর আহত সঞ্...