You will be redirected to an external website

Aamir Khan: হিমাচলের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আমির খান, ২৫ লক্ষ টাকা দান

Aamir-Khan:-হিমাচলের-ক্ষতিগ্রস্ত-পরিবারের-পাশে-আমির-খান,-২৫-লক্ষ-টাকা-দান

হিমাচলের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আমির খান

পাহাড়ের কোলে ছোট্ট বাড়ি। সাজানো-গোছানো বাড়িগুলি নষ্ট হয়ে গিয়েছিল এক নিমেষে। চলতি বছরের বর্ষায় এমনই ছবি দেখা গিয়েছিল হিমাচল প্রদেশে। এক পলকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল সাজানো শহর। মাথার ছাদ হারিয়েছিলেন বহু মানুষ। বর্ষায় বিধ্বস্ত সে সব পরিবারের পাশে দাঁড়ালেন অভিনেতা আমির খান। হিমাচলের বর্ষায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য সরকার থেকে তৈরি হয়েছে ‘অপড়া রহত কোষ’। সেই কোষে ২৫ লক্ষ টাকা দান করেছেন আমির। নায়কের এই কাজে খুবই খুশি সকলে।

তিনি লেখেন, “ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য ত্রাণ দিয়ে সাহায্য করায় ধন্যবাদ।” ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে যথাথ সাহায্যও করা হবে। এই প্রথম নয়, দেশের নানা রকমের বিপর্যয়ে বার বার পাশে এসে দাঁড়িয়েছেন বলিপাড়ার অনেক তারকাই। এক বার অভিনেতা অক্ষয় কুমারও এমনই কোনও প্রাকৃতিক দুর্যোগে লক্ষ টাকা দান করেছিলেন।

অভিনেতা সোনু সুদও রোগীদের পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন। হিমাচলে ক্ষতিগ্রস্ত পরিবারদের উদ্ধারের জন্য তহবিলে ৫১ লক্ষ টাকা দান করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রীও।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

উদয়পুরে-পিচোলা-হ্রদের-ধারে-শুভ-পরিণয়,-সাত-পাকে-বাঁধা-পড়লেন-রাঘব-পরিণীতি Read Next

উদয়পুরে পিচোলা হ্রদের ধ...