You will be redirected to an external website

ফিটনেস প্রভাবী হওয়া সত্ত্বেও মোটে ৩৩ বছরে মৃত্যু তরুণীর

ফিটনেস-প্রভাবী-হওয়া-সত্ত্বেও-মোটে-৩৩-বছরে-মৃত্যু-তরুণীর

ফিটনেস প্রভাবী হওয়া সত্ত্বেও মোটে ৩৩ বছরে মৃত্যু তরুণীর

মাত্র ৩৩ বছর বয়সে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ফিটনেস প্রভাবী লারিসা বরজেসের। ব্রাজ়িলের বাসিন্দা লারিসার প্রথম বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় ২০ অগস্ট। তার পর টানা এক সপ্তাহ কোমায় ছিলেন তিনি। 

সমাজমাধ্যমে হাজার হাজার অনুরাগী রয়েছে লারিসার। ২০ অগস্ট কাজের সূত্রে ব্রাজ়িলের গ্রামাডোয় যাত্রা করার সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন লারিসা। পরিবারের তরফে জানানো হয়েছে, এর আগে হৃদ‌্‌যন্ত্রজনিত কোনও সমস্যাই ছিল না লারিসার। কোমায় থাকাকালীন দ্বিতীয় বারের কার্ডিয়াক অ্যারেস্টটি আর সহ্য করতে পারলেন না তরুণী। পরিবারের তরফে জানানো হয়েছে, লারিসা তাঁর চিত্তাকর্ষক ব্যক্তিত্বের জন্য পরিচিত ছিলেন সব মহলে। তিনি নিজেও হাসিখুশি থাকতে ভালবাসতেন, আর তাঁর চারপাশের লোকজনদেরও সবসময় হাসিখুশি রাখার চেষ্টা করতেন।

সারা জীবনে কঠোর পরিশ্রম করেছেন তিনি। কাজের প্রতি বেশ মনোযোগী ছিলেন তিনি।ফিট থাকতে গিয়ে অনেক ফিটনেস প্রভাবীই বিভিন্ন রকম সাপ্লিমেন্ট গ্রহণ করেন। পুষ্টিবিদেরা কিন্তু বারে বারেই এ সব কৃত্রিম সাপ্লিমেন্ট নিতে সতর্ক করছেন সকলকে। এই সব সাপ্লিমেন্ট হৃদ্‌রোগের কারণ হতেই পারে।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Sourav-Ganguly:-ডিসেম্বর-থেকেই-শুরু-হচ্ছে-‘দাদা’র-বায়োপিকের-শুটিং Read Next

Sourav Ganguly: ডিসেম্বর থেকেই শু...