টলিউডে কাজের অভাব রূপান্তরকামী অভিনেতাদের
“একদম কাজ নেই”, চার দিন আগে নিজের ফেসবুকে এমনই লেখা পোস্ট করেছিলেন রূপান্তকামী অভিনেত্রী সুজ়ি ভৌমিক। ‘ফিরকি’ সিরিয়ালের মাধ্যমে দর্শকের নজরে আসেন সুজ়ি। সেই সিরিয়াল শেষ হওয়ার পর বেশ অনেক দিনের বিরতি। তার পর লীনা গঙ্গোপাধ্যায়ের সিরিয়াল ‘এক্কা দোক্কা’-তে দেখা গিয়েছিল তাঁকে। এক চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ২০২২-এর শেষ থেকে আর কোনও কাজ নেই তাঁর। হতাশা গ্রাস করছে দিনে দিনে। সেই হতাশার কথাই প্রকাশ্যে আনলেন সুজ়ি।
তিনি ফেসবুকে লেখেন, “আমি ট্রান্সজেন্ডার বলে অভিনয় জগতে কোনও দাম নেই, কাজও নেই। আমার জীবনের সব থেকে বড় ভুল অভিনয় করে সৎ ভাবে করে খাওয়ার চেষ্টা করেছিলাম।” তিনি বলেন, “আমি রূপান্তরকামী নারী। তা বলে কি কোনও রূপান্তরকামীর চরিত্রেই আমায় অভিনয় করতে হবে? আমি তো বাড়ির মেয়ে হতে পারি, চিকিৎসক, নার্স, পুলিশ, কারও বন্ধু— যে কোনও চরিত্রেই তো অভিনয় করতে পারি। কেন আমাদেরকে একটা গণ্ডির মধ্যেই রেখে দেওয়া হচ্ছে বুঝতে পারছি না।
কলকাতা ছেড়ে নিজের দেশের বাড়ি বহরমপুরে রয়েছেন সুজ়ি। যত ক্ষণ হাতে কাজ আসছে, তত দিন আপাতত সেখানেই থাকার পরিকল্পনা তাঁর। মা-বাবার সঙ্গে কোনও ভাবে দিন চালাচ্ছেন তিনি।