You will be redirected to an external website

Kajol: এ বার মুম্বইয়ে ছয় নম্বর অফিস কিনলেন কাজল-অজয়!

Kajol:-এ-বার-মুম্বইয়ে-ছয়-নম্বর-অফিস-কিনলেন-কাজল-অজয়!

এ বার মুম্বইয়ে ছয় নম্বর অফিস কিনলেন কাজল-অজয়!

কাজল ও অজয় দেবগন দু’জনেই একের পর এক সম্পত্তি কিনছেন মুম্বইয়ে। জুলাই মাসেই একসঙ্গে পাঁচটি অফিসের জায়গা কেনেন অভিনেতা। একটা দীর্ঘ সময় সিনেমা থেকে দূরে থাকলেও এখন কাজল চুটিয়ে কাজ করছেন। পর পর বেশ কয়েকটি ওটিটিতে কাজ করলেন। এ ছাড়া বড় পর্দার প্রস্তাব রয়েছে কাজলের হাতে। এর মাঝেই সম্পত্তি বৃদ্ধি করতে ব্যস্ত স্বামী-স্ত্রী। 

একই বহুতলের ১৬ তলায় দু’টি অফিস ঘর কিনেছেন অজয়। যার মূল্য প্রায় ৩০.৩৫ কোটি বলা হচ্ছে। ১৭ তলায় আরও তিনটি অফিসঘর কেনেন অভিনেতা। আনুমানিক ১৪ কোটি টাকা খরচ হয় তাঁর। এক ধাক্কায় প্রায় ৪৫.০৯ কোটি টাকার বিনিয়োগ করেন তিনি। পিছিয়ে নেই তাঁর স্ত্রী-ও। চলতি বছরের শুরুতেই একটি ফ্ল্যাট কেনেন কাজল।

বলিউডের তারকারা বিভিন্ন সময় সঞ্চিত টাকা জমি-বাড়িতে বিনিয়োগ করেই থাকেন। সম্প্রতি শাহরুখ খানের কন্যা সুহানা খান একটি কৃষিজমি কিনেছেন। এ ছাড়াও মাঝেমধ্যেই খবর পওয়া যায়, আলিয়া ভট্ট থেকে অক্ষয় কুমার— কেউ বাড়ি কিনে রাখেছেন, কেউ বা ভাড়া দিয়েছেন। তবে কাজল ও অজয়ের একসঙ্গে এতগুলি অফিস কেনার উদ্দেশ্য নিয়ে জল্পনা শুরু হয়েছে। এ বছর অজয়ের ছবি ‘ভোলা’ মুক্তি পেয়েছিল। বেশ বড় পরিসরে সে ছবি তৈরি হলেও বক্স অফিসে ব্যর্থ। তবে তাতে খুব একটা ফারাক পড়েনি অভিনেতার বিনিয়োগে। শোনা যাচ্ছে, অজয় নিজের প্রযোজনায় মন দিতে চান।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Jawan-Salaar-:-‘জওয়ান’কে-টেক্কা-দিয়ে-এগিয়ে-গেল-‘সালার’,-দুই-তারকারই-ছবিমুক্তি-আসন্ন Read Next

Jawan-Salaar : ‘জওয়ান’কে টেক্কা দ...