এবার ‘চন্দ্রমুখী’র চরিত্রে ভয় দেখাবেন কঙ্গনা
প্রায়শই বিতর্কের শিরোনামে থাকেন বটে, তবে কঙ্গনা রানাউতের ঝুলিতে কিন্তু বর্তমানে যেকোনও বলিউড অভিনেত্রীদের থেকে কাজের সংখ্যা বেশি। অভিনেত্রীর ‘ধাকড়’ বক্সঅফিসে আশার আলো না দেখতে পেলেও থেমে থাকেননি তিনি। ‘তেজস’,’এমার্জেন্সি’র রিলিজ নিয়ে তিনি এখন বেজায় ব্যস্ত। এর মাঝেই প্রকাশ্যে এল কঙ্গনা রানাউতের ‘চন্দ্রমুখী ২’ লুক।
প্রসঙ্গত, ২০২২ সালেই ফের দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করার কথা ঘোষণা করেছিলেন কঙ্গনা রানাউত। শোনা গিয়েছিল পি বাসুর ‘চন্দ্রমুখী ২’তে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন তিনি। সেই সুপারহিট তামিল সিনেমার সিক্যুয়েলেই কঙ্গনাকে দেখা যাবে দুর্ধর্ষ ভূমিকায়। যে ছবিতে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী জ্যোতিকা। পরবর্তীতে সেই ছবির হিন্দি রিমেকে বিদ্যা বালনের অভিনয়ও বেশ প্রশংসিত হয়।
শনিবার লাইকা প্রযোজনা সংস্থার তরফে কঙ্গনা রানাউতের ‘চন্দ্রমুখী ২’ প্রকাশ্যে আনা হয়েছে। শাড়ি, গয়নায় অভিনেত্রীকে এক নৃত্যশিল্পীর ভূমিকায় দেখা গেল। আর পয়লা ঝলকেই নেটপাড়ায় শোরগোল ফেলে দিলেন বলিউড অভিনেত্রী। ঠিক যেমনটা তাঁর ‘থালাইভি’র সময় হয়েছিল। এবার দেখার’চন্দ্রমুখী ২’তে কেমন চমক দেন কঙ্গনা?
উল্লেখ্য, ২০১৫ সালে মুক্তি পেয়েছিল সুপারহিট তামিল সিনেমা ‘চন্দ্রমুখী’। সেই সিনেমার অনুপ্রেরণায় তৈরি অক্ষয় কুমার, বিদ্যা বালন অভিনীত ‘ভুল ভুলাইয়া’ সুপারহিট হয়েছিল। যার সিক্যুয়েলে অভিনয় করে বক্সঅফিসে ঝড় তুলে দিয়েছিলেন তাব্বু, কার্তিক আরিয়ান। এবার ‘চন্দ্রমুখী’র সিক্যুয়েলে কঙ্গনা রানাউত।