এ বার অভিনেতা সাহিল খানকে গ্রেফতার করল মুম্বই পুলিশ
গত বছর থেকেই মহাদেব অনলাইন গেমিং অ্যাপের গড়াপেটাকাণ্ডে নাম জড়িয়েছিল একাধিক বলিউড তারকার। এ বার সেই মামলায় ছত্তীসগঢ় থেকে গ্রেফতার করা হয়েছে সমাজমাধ্যম প্রভাবী ও অভিনেতা সাহিল খানকে।
দিন কয়েক আগেই মুম্বইয়ের উচ্চ আদালত অভিনেতার আগাম জামিনের আবেদন খারিজ করে। তার পর থেকেই পলাতক সাহিল। গত বছর এই ‘অনলাইন গেমিং অ্যাপে’ গড়াপেটার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাঁকে বেশ কয়েক বার জিজ্ঞাসাবাদও করে মু্ম্বই পুলিশ।
‘স্টাইল’, ‘এক্সকিউজ় মি’-র মতো ছবিতে অভিনয় করে দর্শকের নজরে এসেছিলেন তিনি। যদিও অভিনেতা হিসেবে তেমন ভাবে নিজের জমি শক্ত করতে পারেননি সাহিল। প্রায় ১৫ হাজার কোটি টাকার আর্থিক প্রতারণার সঙ্গে নাম জড়িয়েছে সাহিলের। খবর, ‘অনলাইন গেমিং অ্যাপে’র গড়াপেটাকাণ্ডে অভিযুক্তের তালিকায় রয়েছে মোট ৩১ জন নামজাদা ব্যক্তিত্বর নাম।