You will be redirected to an external website

Adrit Roy: সিরিয়াল থেকে বিরতি! বড় পর্দায় ফিরছেন ‘উচ্ছেবাবু’ আদৃত

Adrit-Roy:-সিরিয়াল-থেকে-বিরতি!-বড়-পর্দায়-ফিরছেন-‘উচ্ছেবাবু’-আদৃত

বড় পর্দায় ফিরছেন ‘উচ্ছেবাবু’ আদৃত

মাঝে কেটে গিয়েছে তিন বছর। বড় পর্দা থেকে দূরে ছিলেন ‘উচ্ছেবাবু’, থুড়ি অভিনেতা আদৃত রায়। ২০২১ সালে ‘মিঠাই’ ধারাবাহিক আদৃতকে তুমুল জনপ্রিয়তা এনে দেয়। সৌমীতৃষা কুণ্ডুর সঙ্গে তাঁর জুটি নিয়ে এখনও দর্শকমহলে আলোচনা চলে।

২০১৮ সালে মুক্তি পেয়েছিল আদৃত অভিনীত ছবি ‘নূর জাহান’। পরে ‘প্রেম আমার ২’ ছবিতেও আদৃত মুখ্য চরিত্রে ছিলেন। তবে বড় পর্দায় নায়কোচিত ইমেজ কিন্তু ছিল অধরা। তাই সিনেমা ছেড়ে সিরিয়ালে যখন নাম লেখালেন, তখন আদৃতকে সমালোচনার মুখেও পড়তে হয়। কিন্তু ছোট পর্দায় তাঁর অভিনীত সিদ্ধার্থ চরিত্রটি যাবতীয় কটাক্ষের উত্তর দিয়েছিল।

সিরিয়ালে আসার আগে ‘পাসওয়ার্ড’ এবং ‘পরিণীতা’র মতো ছবিতেও আদৃতকে দেখা গিয়েছিল। তবে টলিপাড়ার সূত্রের দাবি, প্রত্যাবর্তনের জন্য আদৃত মূল ধারার বাণিজ্যিক ছবি বেছে নিয়েছেন। শোনা যাচ্ছে ছবির নাম ‘পাগল প্রেমী’। নাম থেকেই অনুমেয়, বাণিজ্যিক প্রেমের ছবি। প্রযোজনায় এসভিএফ। সূত্রের খবর, ছবিতে আদৃতের বিপরীতে কে নায়িকা হচ্ছেন, তা এখনও চূড়ান্ত নয়।

শোনা যাচ্ছে, ছবিটি পরিচালনা করবেন অভিরূপ ঘোষ। এর আগে ‘কে: সিক্রেট আই’, ‘ব্রহ্মদৈত্য’-র মতো ছবি পরিচালনা করেছেন তিনি। অভিরূপের থেকে ‘ব্যাধ’ এবং ‘দ্য বেঙ্গল স্ক্যাম: বিমা কাণ্ড’-এর মতো ওয়েব সিরিজ়ও পেয়েছেন দর্শক।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Animal:-কেন-পিছিয়ে-গেল-‘অ্যানিম্যাল’,-খোলসা-করলেন-পরিচালক Read Next

Animal: কেন পিছিয়ে গেল ‘অ্যান...