সাত পাঁকে বাঁধা পড়লেন ওয়োর প্রতিষ্ঠাতা
বিয়েতে মঙ্গলবার হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেলও। তিনি নতুন দম্পতির সঙ্গে ছবিও ইন্টারনেটে শেয়ার করেছেন। হাজির ছিলেন ভারতী এয়ারটেলের চেয়ারম্যান ভারতী মিত্তাল। রিসেপশনে হাজির থাকার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানির মতো ভিআইপিদেরও। নিজে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছিলেন রীতেশ।
ড়িশাতে এক মারওয়াড়ি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন রীতেশ। 2011 সালে কলেজে পড়ার জন্যই প্রথমবার দিল্লিতে আসেন তিনি। তবে 2 বছর পরেই তিনি কলেজ ছেড়ে দেন। তবে জায়গা পান থিয়েল ফেলোশিপ প্রোগ্রামে। সেই প্রোগ্রামের বিজয়ী হিসেবে আগরওয়াল 1 লাখ ডলার পেয়েছিলেন অনুদান হিসেবে। এই টাকা দিয়েই তিনি শুরু করেছিলেন OYO।বর্তমানে একটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ব্যবসা চালাচ্ছে ওয়ো। ফলে সম্পত্তি বৃদ্ধি পেয়েছে রীতেশের। তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় 8000 কোটি টাকার কাছাকাছি।
সম্প্রতি রীতেশ আগরওয়াল জানিয়েছেন, ভারতের গণ্ডি পেরিয়ে ওয়োও ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় হোটেল চেইন। তিনি জানিয়েছেন, বর্তমানে 180 টিরও বেশি শহরে 2,500টিরও বেশি এক্সক্লুসিভ OYO হোটেল রয়েছে।