You will be redirected to an external website

Urvashi Rautela: উর্বশীর সোনার আইফোন খুঁজে দিলেই মিলবে পুরস্কার!

Urvashi-Rautela:-উর্বশীর-সোনার-আইফোন-খুঁজে-দিলেই-মিলবে-পুরস্কার!

উর্বশীর সোনার আইফোন খুঁজে দিলেই মিলবে পুরস্কার

ভারত-প্যাক ম্যাচে হারিয়ে গিয়েছে উর্বশী রাউতেলার ২৪ ক্যারেটের সোনার আইফোনটি, এমনটাই অভিযোগ জানিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন অভিনেত্রী। আহমেদাবাদ পুলিশকে ট্যাগ করে থানায় অভিযোগও দায়ের করেছিলেন তিনি। এবার ফোন খুঁজে দিলে পুরস্কারও ঘোষণা করলেন অভিনেত্রী। তিনি লেখেন, “পুরস্কার দেওয়া হবে যদি ফোনটি খুঁজে দেওয়া হয়।” ফোনের শেষ লোকেশন ট্র্যাক করে জানা গিয়েছে, আপাতত সেটি রয়েছে আহমেদাবাদের একটি শপিং মলে। গত শনিবার ভারত-পাক ম্যাচ দেখতে গিয়েছিলেন উর্বশী। সেখানেই ঘটে যায় এই কাণ্ড। শনিবার কিছু বলেননি। রবিবার এক্স হ্যান্ডেলে ফোন হারানোর কথা জানান তিনি। যদিও পাল্টা ট্রোলের মুখে পড়তে হয় তাঁকেই।

উর্বশীর সঙ্গে ক্রিকেটের সম্পর্ক আজকের নয়। তা বহদিনের। বারেবার ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। এখানেই কিন্তু শেষ নয়, পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহকে জড়িয়েও তাঁকে নিয়ে চলেছে চর্চা। পন্থ ও নায়িকার ‘প্রেমকথা’ নিয়ে বেড়েছে নানা তিক্ততা হয়েছে কাদা ছোড়াছুড়িও। সে যাই হোক, ম্যাচে ভারত জিতলেও ফোন হারানোর দুঃখ কিছুতেই মেনে নিতে পারছেন না নায়িকা।তিনি দ্রুত ফোন ফেরত পান এমনটাই চাইছেন সকলে।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Arijit-Salman:-অরিজিৎকে-নিয়েই-বড়-ঘোষণা-সলমনের,-'টাইগার-থ্রি'র-জন্য-গান-গাইলেন-অরিজিৎ Read Next

Arijit-Salman: অরিজিৎকে নিয়েই বড় ...