You will be redirected to an external website

Uorfi Javed: মুখে অক্সিজেন মাস্ক লাগানো, হাসপাতালে ভর্তি উরফি জাভেদ

Uorfi-Javed:-মুখে-অক্সিজেন-মাস্ক-লাগানো,-হাসপাতালে-ভর্তি-উরফি-জাভেদ

হাসপাতালের পোশাকে ফ্রেমবন্দি হলেন উরফি জাভেদ

হাসপাতালের পোশাকে ফ্রেমবন্দি হলেন উরফি জাভেদ। মুখে লাগানো অক্সিজেন মাস্ক। হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন তিনি। বৃহস্পতিবার সমাজমাধ্যমের পাতায় নিজের এমনিই একটি ছবি পোস্ট করেন। যদিও পরে সেই পোস্ট নিজেই মুছে ফেলেন তিনি। উরফিকে এ অবস্থায় দেখে হতচকিত তাঁর অনুরাগীরা। সকলেরই প্রশ্ন কী হয়েছে তাঁর? তিনি কি খুবই অসুস্থ হয়ে পড়েছেন? উরফির ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠরাও তাঁর ছবি দেখে চিন্তিত। অনেকে মন্তব্যও করেছেন। কিন্তু আদতে তাঁর কী হয়েছে, সে কথা খোলসা করেননি উরফি।

উল্লেখ্য, গত কয়েক বছরে তাঁর পোশাক এবং ফ্যাশনের জন্য বহু বার বিতর্কে জড়িয়েছেন উরফি। সম্প্রতি তাঁকে অন্য অবতারে দেখে অবাক হয়েছিলেন অনেকেই। মুম্বইয়ের একটি হোটেলে গ্রাহকদের খাবার পরিবেশন করতে দেখা গিয়েছিল তাঁকে। যে ভিডিয়ো ছড়িয়ে সমাজমাধ্যমের পাতায়। পরনে সাদা শার্ট, পেন্সিল স্কার্ট হাতে কখনও পানীয়, কখনও খাবার, টেবিলে টেবিলে ঘুরে খাবারের বরাত নিচ্ছেন তিনি। ইনস্টাগ্রামেই এই ভিডিয়ো পোস্ট করে উরফি লিখেছিলেন, ‘‘কোনও কাজই ছোট-বড় না, কিছু ক্ষণের জন্য রেস্তরাঁয় খাবার পরিবেশন করলাম। এ দিন কাজ করে যে অর্থ পেলাম, তাঁর গোটাটাই দান করছি ক্যানসার আক্রান্তদের চিকিৎসাদের জন্য। 

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

গেঞ্জি-ও-হাফপ্যান্টে-বিয়ে-আমিরের-জামাই-নূপুরের,-সমাজমাধ্যমে-কটাক্ষের-বন্যা Read Next

গেঞ্জি ও হাফপ্যান্টে বি...