উরফির মুখে ভয়ানক এলার্জি
অভিনেত্রীর মেকআপহীন চেহারা দেখে দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন তাঁর লাখ-লাখ অনুগামী। কী হয়েছে উরফির? মুখের কেন এমন অবস্থা হয়েছে তারকার? নানা জনে নানা কথা বলছেন। তাঁর মুখের একটি ছবি পোস্ট করেছেন উরফি। তা দেখে সকলে আঁতকে উঠেছেন। বোল্ড ফ্যাশনের জন্য জনপ্রিয় অভিনেত্রী উরফি জাভেদ। নানা জিনিসপত্র দিয়ে তৈরি পোশাক পরেন তিনি। কখনও দড়ি, কখনও প্লাস্টিক, কখনও বস্তা… খালি এসব নয়, আরও অনেককিছু দিয়ে তৈরি পোশাক পরেন তিনি। সেসব পরে অবলীলায় পথেঘাটে বেরিয়ে পড়েন উরফি। তাঁর ড্রেসিং সেন্স স্টেটমেন্ট তৈরি করেছে। এই নিয়ে ট্রোলিংয়েরও শিকার হয়েছেন উরফি। তবে কোনও নেতিবাচকতাই দমিয়ে রাখতে পারেনি উরফিকে। বলিউড তারকা রণবীর সিং তাঁর প্রশংসা করেছেন। মোহিত হয়েছেন ফ্যাশন ডিজ়াইনার মাসাবা গুপ্তাও। কিন্তু এ কী! অভিনেত্রী উরফি জাভেদকে দেখে তো এখন চিনতেই পারছেন না নেটিজ়েনরা।
অভিনেত্রী তাঁর ফোলা মুখের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন এবং লিখেছেন, “আমি নাকি মুখে ফিলার্স করিয়েছি। এই ধরনের কথা অনেকেই বলছেন। কিন্তু তা সত্যি না। আমার মুখে খুব অ্যালার্জি হয়েছে। সারাক্ষণই আমার মুখ এরকমই ফোলা থাকছে। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে এরকমই ফোলা থাকছে আমার মুখ। প্রচণ্ড অসুবিধা হচ্ছে আমার। আমি আরও একবার বলতে চাইছি, এটা ফিলার্স নয়। আমার মুখে অ্যালার্জি হয়েছে। তবে হ্যাঁ, সাধারণ ফিলার্স করিয়েছি এবং আমি ১৮ বছর বয়স থেকে মুখে বোটক্স করাচ্ছি।”