শনিবার ২৫ বছরে পা দিলেন উরফি
তিনি বলিপাড়ার পয়লা নম্বর নায়িকা নন। টেলি দুনিয়াতেও অভিনেত্রী হিসাবে তিনি রাজ করছেন না। তবুও তাঁকে ঘিরে সমাজমাধ্যমে যে পর্যায়ের উন্মাদনা দেখা যায়, তা যে কোনও অভিনেত্রীর কাছেই ঈর্ষণীয়। বিতর্ক তাঁর নিত্যসঙ্গী। কিন্তু তাতে ‘কুছ পরোয়া নহি’। নেটদুনিয়ায় তাঁর উজ্জ্বল উপস্থিতি বরাবরই তুফান তোলে। তাঁর বেশভূষা চর্চার কেন্দ্রবিন্দুতে থাকে। নেটদুনিয়া কাঁপানো বলিপাড়ার সেই মোহময়ী কন্যা উরফি জাভেদ কাছের বন্ধুদের নিয়ে সম্প্রতি জন্মদিন উদ্যাপন করলেন।
শনিবার ২৫ বছরে পা দিলেন উরফি। তাঁর জন্মদিন উপলক্ষে স্বাভাবিক ভাবেই বাড়তি উন্মাদনায় ছিলেন তাঁর ভক্তরা। বিশেষত, জন্মদিনে কোন পোশাকে দেখা যাবে উরফিকে এ নিয়ে অনেকেরই আগ্রহ ছিল।
উরফি মানেই ‘খুল্লমখুল্লা’ পোশাক। জন্মদিনেও তার ব্যতিক্রম দেখা গেল না। সোনালি রঙের ‘টপ’ পরে দেখা গিয়েছে অভিনেত্রীকে। বেশ খোলামেলা ভাবেই জন্মদিনে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।