You will be redirected to an external website

Urfi Javed: মুম্বইয়ের রেস্তরাঁয় ঢুকতে দেওয়া হল না উরফিকে! প্রকাশ্যে বচসায় জড়ালেন উরফি

Urfi-Javed:-মুম্বইয়ের-রেস্তরাঁয়-ঢুকতে-দেওয়া-হল-না-উরফিকে!-প্রকাশ্যে-বচসায়-জড়ালেন-উরফি

প্রকাশ্যে বচসায় জড়ালেন উরফি

পোশাকের কারণে বার বার বিতর্কে জড়িয়েছেন উরফি। খুন, ধর্ষণের হুমকিও পেয়েছেন। অনেক সময় আবার পরিস্থিতি বিশেষে ক্ষমা চাইতেও বাধ্য হয়েছেন এই পোশাক শৌখিনী। এ বার উরফিকে নিয়ে নয়া বিতর্ক। পোশাকের কারণেই নাকি রেস্তরাঁয় ঢুকতে দেওয়া হল না উরফিকে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানান এই বছর ছাব্বিশের পোশাক শৌখিনী। একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানেই দেখা যাচ্ছে গাড়ি থেকে নেমে একটি রেস্তরাঁয় ঢুকলেন তিনি। সেখানেই জায়গা দেওয়া হল না উরফিকে, সরাসরি হোটেল কর্তৃপক্ষের সঙ্গে বচসায় জড়ান তিনি।

এর আগেও মুম্বইতে বাড়ি ভাড়া পাচ্ছিলেন না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ বার রেস্তরাঁয় নিষিদ্ধ তিনি! উরফি নিজের ইনস্টাগ্রামে লেখেন, ‘‘এটা কি সত্যিই ২১ শতকের মুম্বই? আমাকে আজ একটি রেস্তরাঁয় প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। কারও যদি আমার পোশাক পছন্দ না হয়, তা নিয়ে আমার কিছু বলার নেই। তবে আমার সঙ্গে এ ধরনের আচরণ মোটেই গ্রহণযোগ্য নয়।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Salman-Khan:-ভাইজানের-প্রথম-প্রেম-কে-জানেন?দীর্ঘক্ষণ-অপেক্ষা-করতেন-সলমন-খান-তাঁর-জন্য Read Next

Salman Khan: ভাইজানের প্রথম প্র...