You will be redirected to an external website

সন্দীপ খোসলার শাড়িতে ফোটোশুট Uorfi Javed -র! ফ্যাশন জগতে কি নামডাক বাড়ছে তাঁর?

সন্দীপ-খোসলার-শাড়িতে-ফোটোশুট-Uorfi-Javed--র!-ফ্যাশন-জগতে-কি-নামডাক-বাড়ছে-তাঁর?

সন্দীপ খোসলার শাড়িতে ফোটোশুট উরফির

উরফি জাভেদ। নামটা এখন বলিপাড়ায় বেশ চর্চিত।

এতদিন নিজের নকশা করা পোশাক পরেই উরফি ফোটোশুট করতেন, কোনও শিল্পী কাজ করা পোশাকে তাঁকে বিশেষ দেখা যেত না। নামী শিল্পীরা যেন কখনও দেখতেই পেতেন না তাঁকে। সেই ‘প্রথা’-এ বদল এল। জনপ্রিয় অভিনেত্রীদের মতো তিনিও এ বার ডিজাইনার পোশাকে দেখা দিলেন।

শিল্পী আবু জানি এবং সন্দীপ খোসলার নকশা করা পোশাক পরে নজর কাড়লেন উরফি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। পরনে তাঁর হাতের কাজ করা সোনালি রঙের সিল্কের শাড়ি, সঙ্গে ডিপ নেক হাতকাটা সোনালি ব্লাউজ়। শাড়ির বর্ডারে সোনালি ফ্রিল দিয়ে নকশা করা। ছবিতে দেখা যাচ্ছে, একটি রাজকীয় সিংহাসনের হাতলে বসে রয়েছেন উরফি। শাড়ির আঁচল মাটিতে লুটানো। খোলা চুল, উন্মুক্ত বক্ষখাঁজ আর মায়াবী চোখের মেকআপে উরফির সাজ একেবারে নজরকাড়া! ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘আবু জানি ও সন্দীপ খোসলার পোশাক পরে আমি বেশ উচ্ছ্বসিত। নিজ ক্ষেত্রে এই দু’জন একেবারে সেরা! ওঁদের তৈরি পোশাক পরে আমি নিজেকে ক্ষমতাবান মনে করছি। ওঁদের পোশাকে ফোটোশুটের জন্য আমাকে বাছা হয়েছে, সেটা আমার কাছে অনেক বড় ব্যপার। আমাকে কোনও পোশাকশিল্পীই নিজের পোশাক দিতে চাইতেন না, সেই কারণে আমি নিজেই পোশাক বানাতে শুরু করি। আবু ও সন্দীপ আমার জন্য সেই প্রথা ভাঙলেন!’’

দুই পোশাকশিল্পীও সমাজমাধ্যমে নিজেদের নকশা করা পোশাকে উরফির ছবি শেয়ার করেছেন। তাঁরা লিখেছেন, ‘‘কেউ ভালবাসেন, কেউ ঘৃণা করেন, কিন্তু কেউই উরফিকে অবহেলা করতে পারেন না।’’

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

স্বামী-জেলে,-তিন-নম্বর-বিয়ে-করতে-চলেছেন-Rakhi-Sawant-! Read Next

স্বামী জেলে, তিন নম্বর বি...