You will be redirected to an external website

নিরাবরণ উরফি, হাতে ধরে রাখা কাচে রং মাখিয়েই লজ্জা নিবারণ মডেল-অভিনেত্রীর

নিরাবরণ-উরফি,-হাতে-ধরে-রাখা-কাচে-রং-মাখিয়েই-লজ্জা-নিবারণ-মডেল-অভিনেত্রীর

উরফির অঙ্গে রঙের প্রলেপ?

উরফি জাভেদ মানেই ফ্যাশন ও বিতর্কের জমাটি ককটেল। মাঝেমধ্যেই বিচিত্র সব পোশাক পরে মডেল-তারকা খবরের শিরোনামে উঠে আসেন। কখনও আবার কিছু না পরে বিচিত্র সব জিনিসে শরীর ঢেকে লজ্জা নিবারণ করেন তিনি। সম্প্রতি তাঁকে দেখা গেল আদুল গায়ে। হাতে ধরা কেবল একটি কাচ। সেই কাঁচে লাগানো রংই তার ‘পোশাক’।

এই প্রথম নয়। আগেও কখনও উরফি পরেছেন ব্লেড দিয়ে তৈরি পোশাক, কখনও তাঁকে দেখা গিয়েছে সেফটিপিনে তৈরি পোশাকে। কিছু দিন আগেই ঘড়ি দিয়ে তৈরি স্কার্ট পরে ভক্তদের মনে ঝড় তুলেছিলেন তিনি। এ বার নতুন অবতারে দেখা গেল তাঁকে। নিজের চারটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন উরফি। সেই ছবিতে কোনও গয়না বা পোশাক দেখা যাচ্ছে না। দু’হাতে একটি আয়তাকার কাচ ধরে রেখেছেন মডেল। সেই কাচের উপর লাগানো হলুদ রং। তাতেই ঢেকেছেন লজ্জা।

ইনস্টাগ্রামে ছবির শিরোনামে উরফি লিখেছেন, “আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না, আমি কিছু জানি না।” ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা ৩৬ লক্ষেরও বেশি। প্রকাশের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছেন ছবিগুলি। ইতিমধ্যেই প্রায় দু’লক্ষ ২৩ হাজার মানুষ পছন্দ করেছেন ছবিগুলি। ভক্তদের কেউ প্রশ্ন তুলেছেন, আর কী কী অঙ্গে তুলবেন তিনি? কেউ আবার তারিফ করেছেন তাঁর সৃজনশীলতার। তবে শুধু প্রশংসাই নয়, ভেসে এসেছে কিছু কটাক্ষও। দেখে নিন উরফির সেই বহুচর্চিত ছবি।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

মঞ্চে-ওঠার-আগেই-ছিঁড়ে-গেল-ব্লাউজ!-কী-করলেন-রাখী-সবন্ত? Read Next

মঞ্চে ওঠার আগেই ছিঁড়ে গ...