You will be redirected to an external website

Cannes 2023:কান উৎসবে ফুলেল পোশাকে ক্যামেরাবন্দি উর্বশী! নজর কেড়েছে সবার

Cannes-2023:কান-উৎসবে-ফুলেল-পোশাকে-ক্যামেরাবন্দি-উর্বশী!-নজর-কেড়েছে-সবার

কান উৎসবে ফুলেল পোশাকে ক্যামেরাবন্দি উর্বশী

উৎসবের প্রথম দিনেই অফ-শোল্ডার গাউনের সঙ্গে গলায় কুমির আকৃতির নেকলেস পরে হাজির হয়েছিলেন উর্বশী। প্রথম দিনেই অভিনেত্রীর সেই সাজ নিয়ে চর্চা চলে নেটপাড়ায়। তৃতীয় দিনেও উর্বশীর সাজ দেখে হইচই শুরু হয় পাপারাৎজ়ির মধ্যে। সৌজন্যে অবশ্য অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন। নীল-অফ হোয়াইট ‘অফশোল্ডার’ গাউন, ঠোঁটে গাঢ় নীল লিপস্টিক এবং গলায় হিরের নেকলেস। কানে মানাসই হিরের দুল। উর্বশীর এই সাজ দেখে সকলের মনে ঘুরেফিরে আসছে ২০১৬-র কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বর্যা রাই বচ্চনের বহুচর্চিত ‘পার্পল’ লিপস্টিক পরিহিত সাজ। পাপারাৎজ়িরা উর্বশীকে গুলিয়ে ফেললেন রাইসুন্দরীর সঙ্গে। কেউ কেউ আবার উর্বশীকে ডেকেও ফেললেন ‘ঐশ্বর্যা’ বলে।

উৎসবের চতুর্থ দিনে উর্বশীর সাজ নজর কেড়েছে সবার। কমলা রঙের অফ-শোল্ডার গাউনে উর্বশীকে দেখাচ্ছিল ফুলের মতো। গাউনের মাঝের অংশে ছিল ফুলের মতো নকশা। গলায় মুক্তোর স্টেটমেন্ট চোকার, হাতে আংটি, মাথায় অগোছালো খোঁপা, বোল্ড আই মেক আপ— উর্বশী যেন 'সুন্দরী কমলা'।

অভিনেত্রীর সাজপোশাক দেখে অনুরাগীরা বেশ উচ্ছ্বসিত। সুন্দরী কমলার নাচতে গিয়েই ঘটল বিপত্তি। অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো ভাগ করেছেন, যেখানে দেখা যাচ্ছে সেই কমলা গাউনটি পরে খোশ মেজাজে নাচানাচি করছেন তিনি। আর নাচতে গিয়েই লম্বা গাউনে পা জড়িয়ে প্রায় পড়েই যাচ্ছিলেন অভিনেত্রী। সামলে উঠতে গিয়েই আবার কেলেঙ্কারি! গাউনের সামনের ভাগ খুলতে বসেছিল প্রায়, কোনও রকমে হাত দিয়ে লজ্জা ঢাকলেন অভিনেত্রী। তবে ক্যামেরার সামনে আত্মবিশ্বাস হারাননি তিনি। হাসি দিয়েই সমস্ত পরিস্থিতি সামলে নিয়েছেন উর্বশী।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

হুডেড-গাউনে-কান-রেড-কার্পেটে-তাক-লাগালেন-ঐশ্বর্য!-সোশ্যাল-মিডিয়ায়-ট্রোলের-শিকার-অভিনেত্রী Read Next

হুডেড গাউনে কান রেড কার্...