You will be redirected to an external website

Varun Dhawan: বাবা হতে চলেছেন বরুণ ধওয়ান! সুখবর দিলেন অভিনেতা

Varun-Dhawan:-বাবা-হতে-চলেছেন-বরুণ-ধওয়ান!-সুখবর-দিলেন-অভিনেতা

বাবা হতে চলেছেন বরুণ ধওয়ান

বলিউডে ফের খুশির খবর। বিরাট-অনুষ্কার দ্বিতীয় সন্তান আসা সময়ের অপেক্ষা। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ইয়ামি গৌতম। বাবা-মা হতে চলেছেন আলি ফজল এবং রিচা চড্ডা। বলিপাড়ার হবু বাবা-মায়ের তালিকায় এ বার নাম লেখালেন বরুণ ধওয়ান এবং তাঁর স্ত্রী নাতাশা দালাল। দুই থেকে তিন হতে চলেছেন বরুণ-নাতাশা। রবিবার ইনস্টাগ্রামের পাতায় নিজেই এই সুখবর ভাগ করে নিলেন বরুণ। সাদা-কালো একটা ছবি পোস্ট করেছেন অভিনেতা। ছবিতে হাঁটু মুড়ে বসে স্ত্রী নাতাশার স্ফীতোদরে চুম্বন করছেন বরুণ।

২০২১ সালের ২৪ জানুয়ারি দীর্ঘ ১৪ বছরের বন্ধু পোশাকশিল্পী নাতাশা দালালের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন বরুণ। কিন্তু অনেকেই হয়তো জানেন না, শুরুতে বরুণের সঙ্গে সম্পর্কে জড়াতে রাজি ছিলেন না নাতাশা। বেশ কয়েক বার প্রেম নিবেদন করেছিলেন বরুণ। তার পর নাকি নাতাশা শেষ পর্যন্ত রাজি হন। এক সময় বরুণ নিজের মুখেই এই কথা জানান। একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘‘ও আমাকে তিন-চার বার না বলেছিল। কিন্তু আমি হাল ছাড়িনি।’’ বাকিটা সকলেরই জানা। তিন বছর আগে আরবসাগরের উপকূলবর্তী অলিবাগে, সাসওয়ান হ্রদের লাগোয়া পাম গাছে ঘেরা এক রিসর্টে পাকাপোক্ত সম্পর্কের ভিত গেঁথেছিলেন দুজনে। 

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

অনন্ত-রাধিকার-প্রি-ওয়েডিং-অনুষ্ঠানে-চাঁদের-হাট,আমন্ত্রিত-ব্যক্তিদের-তালিকায়-বিরাট-লম্বা Read Next

অনন্ত-রাধিকার প্রি-ওয়েড...