You will be redirected to an external website

আচমকা হৃদ্‌রোগ! প্রয়াত জনপ্রিয় ভোজপুরী অভিনেতা ব্রিজেশ ত্রিপাঠী

আচমকা-হৃদ্‌রোগ!-প্রয়াত-জনপ্রিয়-ভোজপুরী-অভিনেতা-ব্রিজেশ-ত্রিপাঠী

প্রয়াত হলেন বর্ষীয়ান ভোজপুরী অভিনেতা ব্রিজেশ ত্রিপাঠী

প্রয়াত হলেন বর্ষীয়ান ভোজপুরী অভিনেতা ব্রিজেশ ত্রিপাঠী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর। সূত্রের খবর, সপ্তাহ দুয়েক আগে অভিনেতা ডেঙ্গিতে আক্রান্ত হন। মেরঠের একটি হাসপাতালে অভিনেতাকে ভর্তি করা হয়। সম্প্রতি সুস্থ হয়ে মুম্বইয়ে ফিরেও আসেন তিনি। কিন্তু রবিবার আচমকাই হৃদ্‌রোগে আক্রান্ত হন ব্রিজেশ।

১৯৭৯ সালে ‘সঁইয়া তোহারে কারণ’ ছবির মাধ্যমে ছবির জগতে অভিষেক হয় তাঁর। তবে ভোজপুরী ছবির পাশাপাশি একাধিক হিন্দি ছবিতেও অভিনয় করেছেন ব্রিজেশ। ১৯৮০ সালে মুক্তি পায় ব্রিজেশ অভিনীত প্রথম হিন্দি ছবি ‘ট্যাক্সি চোর’। ভোজপুরী ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে অগণিত হিন্দি ধারাবাহিকেও অভিনয় করেছিলেন ব্রিজেশ। অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, শাহরুখ খান, সলমন খান, রজনীকান্ত, রবি কিষণের মতো অভিনেতাদের সঙ্গে পর্দায় তাঁকে দেখেছেন দর্শক।

বলিউডে অভিনয় করলেও, ব্রিজেশকে অনুরাগীরা মনে রেখেছেন ভোজপুরী ইন্ডাস্ট্রিতে তাঁর একাধিক জনপ্রিয় খলচরিত্রের জন্য। অভিনয় করেছেন রবি কিষণ, মনোজ তিওয়ারি, দিনেশ লাল যাদব, পবন সিংহ এবং কেশরী লাল যাদবের মতো তাবড় ভোজপুরী অভিনেতাদের সঙ্গে। ব্রিজেশের প্রয়াণে ভোজপুরী ইন্ডাস্ট্রিতে শোকের পরিবেশ। প্রয়াত অভিনেতাকে স্মরণ করে রবি কিষণ বলেন, ‘‘আমরা একসঙ্গে প্রায় ১০০টি ছবিতে অভিনয় করেছি। 

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

প্রতারণার-শিকার-অঙ্কুশ,-হাতজোড়-করে-সতর্ক-করলেন-সকল-অভিনেতা-অভিনেত্রীদের Read Next

প্রতারণার শিকার অঙ্কুশ, ...