You will be redirected to an external website

রবিবার হাসপাতালে ভর্তি করানো হয় কাজলের মা তনুজাকে,এখন কেমন আছেন তিনি?

রবিবার-হাসপাতালে-ভর্তি-করানো-হয়-কাজলের-মা-তনুজাকে,এখন-কেমন-আছেন-তিনি?

আচমকা অসুস্থ বোধ করেন বর্ষীয়ান অভিনেত্রী তনুজা

রবিবার বিকেলে আচমকা অসুস্থ বোধ করেন বর্ষীয়ান অভিনেত্রী তনুজা। মুম্বইয়ে জুহু এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। বার্ধক্যজনিত সমস্যার কারণে ভর্তি করানো হয় তাঁকে। গত দু’দিন হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রী। চিকিৎসকদের নজরদারিতে রাখা হয় তাঁকে।

সূত্রের খবর, শারীরিক ভাবে একেবারেই সুস্থ রয়েছেন তিনি। সেই কারণে তাঁকে আর হাসপাতালে না রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। চলতি বছর সেপ্টেম্বর মাসে ৮০-তে পা দিয়েছেন অভিনেত্রী। হিন্দি এবং বাংলা সিনেমাজগতে সমান তালে কাজ করেছেন তনুজা। ১৯৫০ সালে দিদি নূতনের সঙ্গে ‘হমারি বেটি’ ছবিতে অভিনয় দিয়ে তনুজার হাতেখড়ি। ১৯৬০ সালে ‘ছবিলি’-তে প্রথম অভিনয় তাঁর। যার পরিচালক ছিলেন তাঁর মা শোভনা।

এই সময় তিনি বাংলা এবং হিন্দি ছবিতে সমান্তরাল ভাবে কাজ করতে থাকেন। ১৯৬৩ সালে উত্তম কুমারের বিপরীতে ‘দেয়া নেয়া’ ছবিতে অভিনয় করেন। এ ছাড়াও ১৯৬৭ সালে ‘অ্যান্টনি ফিরিঙ্গি’, ১৯৬৯-এ ‘তিন ভুবনেরর পারে’ এবং ‘প্রথম কদম ফুল’, ১৯৭০-এ ‘রাজকুমারী’তে তাঁর অভিনয় নজর কাড়ে।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Rashid-Khan:-অবস্থা-খুবই-সঙ্কটজনক!-হাসপাতালে-ভর্তি-উস্তাদ-রশিদ-খান Read Next

Rashid Khan: অবস্থা খুবই সঙ্কটজ...