You will be redirected to an external website

Vidya Balan: অবিশ্বাস্য পরিবর্তন বিদ্যা বালানের! মনে হচ্ছে ৩০ -এর কোঠায় তাঁর বয়স

Vidya-Balan:-অবিশ্বাস্য-পরিবর্তন-বিদ্যা-বালানের!-মনে-হচ্ছে-৩০--এর-কোঠায়-তাঁর-বয়স

অবিশ্বাস্য পরিবর্তন বিদ্যা বালানের

তথাকথিত ৩৬-২৪-৩৬-এর তকমাকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন বহু আগেই। এ হেন বিদ্যাই হঠাৎ বদলে গেলেন! তাঁকে দেখে বাক্যহারা নেটিজেন! অভিনেত্রীর হলটা কী? সম্প্রতি কার্তিক আরিয়ান অভিনীত ‘চান্দ্য চ্যাম্পিয়ন’ ছবির প্রিমিয়ারে হাজির ছিলেন বিদ্যা। পরেছিলেন কালো রঙের এক বডিকন পোশাক। আর সেখানেই বিদ্যার এই ‘ট্রান্সফরমেশন’ দেখে ঘুম ছুটেছে ভক্তদের।

মেদের লেশমাত্র নেই! নেটিজেনরা বলছেন, হঠাৎ করেই যেন বয়স কমে গিয়েছে তাঁর। উইকিপিডীয়া জানাচ্ছে, এখন বিদ্যার বয়স ৪৫ বছর। তবে দেখে বোঝর উপায় নেই। মনে হচ্ছে ৩০ -এর কোঠায় তাঁর বয়স। ভক্তরা দারুণ খুশি। একজন লিখেছেন, “বেশ ফিট লাগছে আপনাকে”। আর একজন লিখেছেন, “আপনাকে সব অবস্থাতেই ভাল লাগে। তবে এবার যেন অন্যরকম লাগছে। ভীষণ সুন্দর।” ‘বডি পজিটিভিটি’ নিয়ে হামেশাই মন খুলে কথা বলা বিদ্যা হঠাৎ কেন নিজের মধ্যে ঘটালেন এ হেন আমূল পরিবর্তন? 

অতীতে বারেবারেই বডিশেমিংয়ের মুখে পড়তে হয়েছে তাঁকে। এ নিয়ে মুখও খুলেছিলেন তিনি। বিদ্যা বলেন, “প্রতিটি ছবির আগে আমাকে প্রযোজকরা বলেন, আমি কি একটু ওজন কমাতে পারি? তবে আমার শরীর সঙ্গ দেয় না। তাই আমার জন্য এই কাজ একেবারেই সম্ভব নয়।” তিনি আরও যোগ করে, “এখন আমি তাঁদের বলে দিই আপনি যেমন শরীর চাইছেন তা আমার পক্ষে দেওয়া সম্পর্ক নয়।” 

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Sonakshi-Sinha-Zaheer-Iqbal-:-সাত-বছর-আগে-এই-দিনেই-আলাপ,-বিয়ে-সারলেন-সোনাক্ষী-জ়াহির Read Next

Sonakshi Sinha Zaheer Iqbal : সাত বছর আগে এ...