You will be redirected to an external website

Virat Kohli:বৃন্দাবন, হৃষিকেশের পর এ বার উজ্জয়িনীর মন্দিরে বিরুষ্কা

Virat-Kohli:বৃন্দাবন,-হৃষিকেশের-পর-এ-বার-উজ্জয়িনীর-মন্দিরে-বিরুষ্কা

উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে দেখা গেল বিরাট ও অনুষ্কাকে

আধ্যাত্মিকতায় মন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা ও ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির। বছর শুরু করেছিলেন বৃন্দাবনে নিম কারোলি বাবার আশ্রমে প্রার্থনা করে। এ বার উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে দেখা গেল যুগলকে। দেবাদিদেব মহাদেবের উপাসনার রত দুই তারকা। সমাজমাধ্যমে ভাইরাল হল সেই ভিডিয়োয়।

অনুষ্কা শর্মার পরনে হালকা গোলাপি রঙা শাড়ি। চোখেমুখে রূপটান প্রায় নেই বললেই চলে। বিরাটের পরনে ধুতি ও গলায় জড়ানো উত্তরীয়। মন্দিরে অন্যান্য ভক্তদের সঙ্গে প্রার্থনারত অবস্থার দেখা গেল যুগলকে। মন্দিরের পুরোহিতদের সঙ্গে শিবলিঙ্গের মাথায় দুধ ঢালেন বিরুষ্কা। গ্ল্যামার জগতের কোনও চাকচিক্য নেই, নেই কোনও তারকাসুলভ আচরণ। আর পাঁচটা সাধারণ মানুষের মতোই মন্দিরে বসে প্রার্থনা করলেন বিরাট ও অনুষ্কা। ইন্দোরে ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট শেষ হওয়ার পরে মহাকালেশ্বর মন্দিরে যান তাঁরা। সামনেই ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। তার আগেই দর্শন সারলেন বলিউডের অন্যতম জনপ্রিয় যুগল।

মাসখানেক আগে হৃষিকেশের স্বামী দয়ানন্দ গিরির আশ্রমে গিয়েছিলেন অনুষ্কা ও বিরাট। সেখানে স্বামীজির সমাধিতে প্রণাম জানিয়ে আশীর্বাদ নেন দু’জনে। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল সেই ছবি। হৃষিকেশের আশ্রমে গিয়ে সেখানকার একাধিক আধ্যাত্মিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন তারকা যুগল। তাঁদের তরফে আশ্রমে একটি ‘ভাণ্ডারা’র আয়োজনও করা হয়। শুধু হৃষিকেশেই নয়, বছরের শুরুতে মেয়ে ভামিকাকে নিয়ে বৃন্দাবনে নিম কারোলি বাবার আশ্রমেও গিয়েছিলেন বিরুষ্কা। সেখানে গিয়ে ধ্যান ও প্রার্থনা করেন যুগল। 

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Amitabh-Bachchan:হায়দরাবাদে-অ্যাকশন-দৃশ্য-শুট-করতে-গিয়ে-পাঁজরে-চোট-অমিতাভের Read Next

Amitabh Bachchan:হায়দরাবাদে অ্যাক...