অনুষ্কার জন্মদিনে আদুরে শুভেচ্ছা বিরাটের
জন্মদিন অনেকের কাছেই ভীষণ স্পেশাল হয়। কেউ এই দিনটা হইহই করে সেলিব্রেট করতে ভালোবাসেন। কেউ আবার জন্মদিন পালনে অনিহাও প্রকাশ করেন। তবে এই স্পেশাল দিনে জীবনের বিশেষ মানুষটি যদি মন ছুঁয়ে যাওয়ার মতো জন্মদিনের শুভেচ্ছা জানায়, তা হলে তো আর কথাই নেই। বলিউড ডিভা অনুষ্কা শর্মা আজ ৩৫ এ পা দিলেন। স্ত্রী অনুষ্কার জন্মদিনে প্রতিবছরই কিছু না কিছু বিশেষ বার্তা দেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। এ বারও তার অন্যথা হল না। সক্কাল সক্কাল সোশ্যাল মিডিয়ায় স্ত্রী অনুষ্কার একগুচ্ছ ছবি শেয়ার করে বিরাট এক আদুরে পোস্ট করেছেন। সেই পোস্টে হু হু করে লাইক, কমেন্ট ও শেয়ারের বন্যা বইছে।
বছরভর বিরুষ্কা জুটি নিয়ে তাঁদের অনুরাগীদের মাতামাতির শেষ নেই। ক্রিকেট-বলিউড মিশেলে একাধিক জুটি রয়েছে। কিন্তু সবচেয়ে বেশি আলোচনায় থাকেন বিরাট-অনুষ্কা। আজ অনুষ্কা নিজের ৩৫তম জন্মদিন সেলিব্রেট করছেন। অনুষ্কার জন্মদিনে বিরাট তাঁর মোট ৭টি ছবি শেয়ার করেছেন। যার মধ্যে একটিতে অনুষ্কার সঙ্গে বিরাট নিজেও রয়েছেন। বিরাটের সঙ্গে অনুষ্কার কাটানো একাধিক মুহূর্ত থেকে বেশ কিছু ছবি বেছে নিয়েছেন ভিকে। স্ত্রীর জন্মদিনের শুভেচ্ছাবার্তায় বিরাট লেখেন, ‘রোগা হও বা মোটা, তোমার সমস্ত সুন্দর পাগলামির জন্য তোমাকে ভালোবাসি। শুভ জন্মদিন অনুষ্কা। তুমি আমার সবকিছু।’