You will be redirected to an external website

অন্তঃসত্ত্বা শ্বেতা তিওয়ারি, মায়ের অন্তঃসত্ত্বার খবর পেয়ে কী প্রতিক্রিয়া পলকের?

অন্তঃসত্ত্বা-শ্বেতা-তিওয়ারি,-মায়ের-অন্তঃসত্ত্বার-খবর-পেয়ে-কী-প্রতিক্রিয়া-পলকের?

মায়ের অন্তঃসত্ত্বার খবর পেয়ে কী প্রতিক্রিয়া পলকের

সোশ্যাল মিডিয়ায় বোল্ড লুকে ছবি শেয়ার করতেই কমেন্ট বক্স উঁকি দিল– ‘শ্বেতাই যেন পলকের মেয়ে’। ৪০ পেরিয়েও বোল্ড লুকে যাঁরা ইয়াং স্টারদের যাঁরা ক্রমাগত প্রতিযোগিতার মুখে ফেলে দিচ্ছেন তাঁদের মধ্যে অন্যতম স্টার হলেন শ্বেতা তিওয়ারি। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া তাঁর লুক ঘিরে ভক্তমনে বরাবরই উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় তিনি। মাঝে মধ্যেই হট লুকে ছবি শেয়ার করে থাকেন শ্বেতা। যা মুহূর্তে লাইক কমেন্টে ভরে ওঠে। পর্দায় যাঁরা তাঁর মেয়ে কিংবা ছেলের ভূমিকায় অভিনয় করেছেন একদা, বর্তমানে তাঁদের লুককেও যেন ছাপিয়ে যাচ্ছেন শ্বেতা।

যা নিয়ে মাঝে মধ্যেই টিভি স্টারদের ঠাট্টা করতেও শোনা যায়। তবে শ্বেতার লুকের জন্যই মাঝে মধ্যেই বিপাকে পড়তে হয় খোদ শ্বেতার কন্যা পলককে। বোল্ডনেসের ঝড়ে পলকও কম চমক দেন না। তবে মায়ের পাশে মেয়ে যেন কিছুই নয়। সোশ্যাল মিডিয়ায় বোল্ড লুকে ছবি শেয়ার করতেই কমেন্ট বক্স উঁকি দিল– ‘শ্বেতাই যেন পলকের মেয়ে’। কেউ কেউ তাঁকে সেক্সি ওয়েব সিরিজে দেখার ইচ্ছার কথাও জানাল। তবে শ্বেতা নিজেকে ফিট রাখতে কোনও খামতি রাখেন না। একাধিকবার নিজের প্রসঙ্গে মুখ খুলে তিনি জানিয়েছেন, কড়া ডায়েট, সঙ্গে শরীরচর্চা সবটাতেই নজর থাকে তাঁর। তাই বলে মায়ের জন্য পলককে নেটপাড়ায় যে নিত্য সমালোচনার শিকার হতে হয়, তা কারও নজর এড়ায় না। তবে পলক বিষয়টা বেশ গর্বের সঙ্গেই গ্রহণ করেন। 

পলকের কথায়, আমার তখন ১৫ বছর বয়স, হঠাৎ মা এসে আমায় বলল, আমনি কি জানি মা, দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন। আমি শোনা মাত্রই চমকে উঠে। চিৎকার করে বলতে থাকি, না, না, না, এটা সম্ভব নয়। যেন আমার মা আমার সঙ্গে চুক্তি বদ্ধ ছিলেন যে তাঁর আর সন্তান হবে না। শেষ মা আমায় বললেন, দয়া করে এই অ্যাক্টিংটা করা বন্ধ করি যেন আমি। তবে সত্যি বলতে আমার একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

বাদশার-কাছে-আবদার-করতেই-ইচ্ছে-পূরণ-মিমির-! Read Next

বাদশার কাছে আবদার করতেই ...