You will be redirected to an external website

Bollywood:নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত,অর্জুনের সঙ্গে কবে ঘর বাঁধছেন মালাইকা?

Bollywood:নতুন-অধ্যায়ের-জন্য-প্রস্তুত,অর্জুনের-সঙ্গে-কবে-ঘর-বাঁধছেন-মালাইকা?

অর্জুনের সঙ্গে কবে ঘর বাঁধছেন মালাইকা?

২০১৬ সালে আরবাজ় খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে‌ছে‌। তার পর থেকেই অর্জুন কপূরের সঙ্গে প্রেম মালাইকা অরোরার। প্রথম দিকে নিজেদের সম্পর্ক নিয়ে জনসমক্ষে মুখ না খুললেও এখন আর কোনও লুকোচুরি নেই যুগলের। নিজেদের সম্পর্ক নিয়ে সমাজমাধ্যমেও বেশ খোলামেলা অর্জুন ও মালাইকা। বিয়ে কবে করছেন যুগল? প্রশ্নের মুখে পড়ে মালাইকার উত্তর, ‘‘আমরা পরবর্তী অধ্যায়ের জন্য প্রস্তুত।’’ তবে কি খুব শীঘ্রই ছাঁদনাতলায় দেখা যেতে চলেছে মালাইকা ও অর্জুনকে? তুঙ্গে যুগলের অনুরাগীদের উত্তেজনা।

দু’জনের বয়সের মধ্যে পার্থক্য ১২ বছরের। তার উপরে, এক সন্তানের মা তিনি। অর্জুনের সঙ্গে সম্পর্কের প্রথম দিকে একাধিক বিতর্ক ও সমালোচনার মুখে পড়তে হয়েছিল মালাইকাকে। তবে সময়ের সঙ্গে বদলেছে পরিস্থিতি। এখন নিজেদের মধ্যে বেশ স্বচ্ছন্দ দুই তারকাই। এক সাক্ষাৎকারে মালাইকা জানান, বয়সের পার্থক্য নাকি কখনওই তাঁদের প্রেমের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়নি। মালাইকা বলেন, ‘‘অর্জুন ওর বয়সের তুলনায় অনেক বেশি পরিণত। ও ভীষণ যত্নবানও। আমার মনে হয় না ওর মতো পুরুষ এখনকার দিনে খুঁজে পাওয়া যায়।’’ এক বার বিয়ে ভেঙেছে মালাইকার। সেই তিক্ততা থেকে কি বেরিয়ে আসতে পেরেছেন তিনি? মালাইকার উত্তর, ‘‘অনেকেই মনে করেন, আমার এক বার বিবাহবিচ্ছেদ হয়েছে বলে আমি আর কখনও বিয়ে করব না। সেটা কিন্তু ঠিক নয়। আমি এখনও বিয়েতে বিশ্বাস রাখি।’’

এখনই বিয়ের তারিখ চূড়ান্ত না করলেও বিয়ে নিয়ে ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন মালাইকা। অর্জুনের সঙ্গে ঘর বাঁধতে চান তিনি, সংসার করতে চান চুটিয়ে। 

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Bipasha:মেয়ে-দেবীর-সঙ্গে-কাটানো-মিষ্টি-মুহূর্তের-ছবি
সমাজমাধ্যমে-শেয়ার-করেন-বিপাশা Read Next

Bipasha:মেয়ে দেবীর সঙ্গে কাটা...