You will be redirected to an external website

Alia Bhatt: রাহার ছবি প্রকাশ্যে আনবেন কবে? জবাব দিলেন আলিয়া

Alia-Bhatt:-রাহার-ছবি-প্রকাশ্যে-আনবেন-কবে?-জবাব-দিলেন-আলিয়া

রাহার ছবি প্রকাশ্যে আনবেন কবে

বিপাশার কন্যার দু’মাস আগেই জন্ম নিয়েছে আলিয়া ভট্ট এবং রণবীর কপূরের কন্যা রাহা। তার ছবি দেখার জন্য অনুরাগীরা উদ্‌গ্রীব হয়ে থাকলেও এই মুহুর্তে যে দর্শন মিলবে না, তা স্পষ্ট করে দিলেন তারকা দম্পতি।

২০২২ সালের ৬ সেপ্টেম্বর জন্ম রাহার। ৬ মাস হয়ে গিয়েছে। স্বাভাবিক ভাবেই কৌতূহল প্রকাশ করছেন সবাই। ‘রণলিয়া’ অবশ্য কন্যার নিরাপত্তার বিষয়ে অত্যন্ত কড়া। কোনও ভাবেই ছবি তুলতে দেন না সাংবাদিকদের। আগে জানিয়েছিলেন, মেয়ের ২ বছর না হলে ক্যামেরায় মুখ দেখাবেন না। এখন কি মত বদলালেন? কী ভাবছেন রণলিয়া?

সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া বললেন, “রণবীর একেবারেই চায় না রাহার ব্যক্তিজীবনে কোনও বিরক্তির উদ্রেক হোক। সবার সামনে এনে ফেলতে চাইছে না মেয়েকে। কোনও ছবি সমাজমাধ্যমে পোস্ট করতেও চাই না আমরা। কারণ এতে নানা কথা হবে, চর্চা হবে আমাদের মেয়েকে নিয়ে। তাতে আমরা অস্বস্তি বোধ করব।”

তবে ইদানীং আলিয়াকে ‘রাহার জননী’ বলে ডাকলে ডাকলে তিনি নাকি খুশিই হচ্ছেন। অভিনেত্রী জানালেন, যাঁদের ভালবাসেন তাঁদের ব্যাপারে তিনি খুব সাবধানী। কন্যাও সেই তালিকায় রয়েছে। তা ছাড়া, একটি শিশুর এখনই ‘পাবলিক ফিগার’ বা বিগ্রহ হয়ে ওঠার প্রয়োজন নেই বলেই মনে করছেন আলিয়া।

আলিয়ার কথায়, “কেউ বিরক্ত করেনি আমাদের। এত শান্তিতে আমরা নিজেদের মতো সময় কাটিয়েছি যে, দিনগুলো স্বপ্নের মতো ছিল।” তবে মুম্বই বিমানবন্দরে আলোকচিত্রীরাও যে রাহাকে দেখলে ক্যামেরা নামিয়ে রাখেন, এ কথা স্বীকার করেছেন আলিয়া। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, রাহার একটি ছবিও এখনও অবধি প্রকাশ্যে না আনার জন্য। তাঁর কথায়, “ওঁদের সহযোগিতা ছাড়া আমরা মেয়ের নিরাপত্তা বজায় রাখতে পারতাম না।” রণবীর এবং আলিয়া দু’জনেই চান রাহাকে আর পাঁচজন শিশুর মতো বড় করতে। সে স্কুলে যাবে, সবার সঙ্গে খেলবে। তারকাসন্তান হওয়ার জন্য শৈশবের আনন্দ মাটি হোক রাহার, একেবারেই চান না দম্পতি।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

বাবাকে-সঙ্গে-নিয়েই-আত্মপ্রকাশ,-অথচ-প্রথম-কাজেই-বড়সড়-হোঁচট-আরিয়ানের Read Next

বাবাকে সঙ্গে নিয়েই আত্ম...