কবে রিলিজ করবে 'পুষ্পা ২'?
২০২১ সালের ১৭ ডিসেম্বর মুক্তি পেয়েছিল Pushpa The Rise। প্রায় এক বছর ধরে চর্চায় রয়েছে এই ছবি। আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দনা অভিনীত এই সিনেমার দ্বিতীয় লপ্তের জন্য অপেক্ষায় লাখ লাখ 'পুষ্পা' অনুরাগী। চলতি বছরের জুন মাসেই ছবির শ্যুটিং শুরুর কথা ছিল। যদিও তা হয়নি। অজ্ঞাত এক কারণে আচমকাই শ্যুটিং পিছিয়ে দেন পরিচালক সুকুমার। সেই সময় অনেকে দাবি করেছিলেন, KGF 2 -র সাফল্যকে ছাপিয়ে যাওয়ার জন্য নাকি আবারও স্ক্রিপ্ট নতুন করে সাজানোর পথে হাঁটছেন পরিচালক। তবে ঠিক কী হয়েছিল কেউ বলতে পারেননি। কবে ছবিটি রিলিজ করবে তা নিয়ে প্রশ্ন করতে শুরু করেছিল আম জনতা। এই পরিস্থিতিতে Pushpa The Rule নিয়ে বড়সড় আপডেট দিলেন Allu Arjun।
নয়া দিল্লির একটি অনুষ্ঠানে এসে আল্লু (Allu Arjun) সংবাদমাধ্যমকে জানান, খুব শীঘ্রই পুষ্পার শ্যুটিং শুরু হতে চলেছে। এমনকী সিনেমাটি রিলিজ হওয়া নিয়েও মন্তব্য করেন দক্ষিণের স্টাইলিশ সুপারস্টার। তাঁর কথায়, "আমরা শ্যুটিং শুরু করে দেব এবার। আশা করছি, পরের বছর এই ছবিটি রিলিজ করবে।"
কিছুদিন আগে গুডবাই (Goodbye) ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে পুষ্পা টু-র (Pushpa 2 The Rule) রিলিজ ডেট নিয়ে মুখ খুলেছিলেন রশ্মিকা। সিনেমার শ্যুটিং শুরুর একটা ইঙ্গিত দিয়েছিলেন তিনি। যদিও রশ্মিকা (Rashmika Mandanna) নির্দিষ্ট কোনও দিনের কথা বলেননি। আল্লু অর্জুন জানিয়ে দিয়েছেন এই মাসেই শ্যুটিং শুরু করতে চলেছেন Pushpa 2 -র পরিচালক সুকুমারও।
Pushpa The Rise ছবিটি শেষ হয়েছিল পুষ্পরাজের বিয়ের মাধ্যমে। পুলিশ অফিসার ভ্রমর সিং শিখাওয়াতকে বড়সড় শিক্ষা দিয়েছিল পুষ্পা (Pushpa)। ভ্রমরও তাঁর অন্যতম শত্রু হয়ে ওঠে। রক্তমাখা হাত দিয়েই শ্রীভল্লির (Rashmika Mandanna) সিঁথি রাঙিয়েছিল গল্পের নায়ক। রুদ্ধশ্বাস এক পর্বের মাধ্যমে পুষ্পা ১-এর (Pushpa The Rise) যবনিকা পতন হয়েছিল। এবার কী হবে? শেষমেশ কী মাথা নত করতে হবে Pushpa -কে? নাকি শেষবেলাতেও সিগনেচার কায়দায় সে বলে উঠবে, "পুষ্পা... ঝুঁকেগা নহি...।"