শিখরকে নিয়ে কোথায় গেলেন জাহ্নবী
বলিউডের অন্যতম নামজাদা তারকা-সন্তান জাহ্নবী কপূর। ২০১৮ সালে ‘ধড়ক’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেকের পর পাঁচ বছরে ধীরে ধীরে বলিপাড়ার পরিচিত মুখ হয়ে উঠেছেন জাহ্নবী। শ্রীদেবী এবং বনি কপূরের সন্তান হওয়ার সুবাদে বলিউডে অভিষেকের পর থেকে একের পর এক ছবিতে কাজ করেছেন তিনি। তবে তাঁর অভিনয় জীবনের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি উৎসাহী দর্শক ও অনুরাগীরা। বিশেষ করে, তাঁর প্রেম জীবন সর্ব ক্ষণই আলোচনায় থাকে। প্রথম ছবিতে অভিনয় করার পরেই অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে নাম জড়িয়েছিল জাহ্নবীর। তবে জল্পনা এই যে, সেই অধ্যায়ের ইতি ঘটেছে বহু আগেই। তার পরে অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে নাকি সম্পর্ক তৈরি হয়েছিল জাহ্নবীর। সেই সম্পর্কও এখন অতীত। অভিনেতাদের ছেড়ে বরং অতীতের প্রেমিকের কাছেই ফিরে গিয়েছেন জাহ্নবী।
শুক্রবার সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়ো দেখা গেল, চর্চিত প্রেমিক শিখরের সঙ্গে তিরুপতি বালাজির মন্দিরে হাজির হয়েছেন জাহ্নবী। মা শ্রীদেবীর সূত্রে দক্ষিণ ভারতের প্রতি অন্য ধরনের টান অনুভব করেন তিনি, এ কথা আগেই জানিয়েছেন জাহ্নবী। তিরুপতি দর্শন করেই তাই নতুন বছর শুরু করতে চান তিনি। সোনালি রঙের একটি শাড়িতে সেজে মন্দিরের উদ্দেশে রওনা দিয়েছিলেন জাহ্নবী, সঙ্গে ছিলেন শিখর।