You will be redirected to an external website

কোথায় বিয়ে করছেন প্রভাস? জানিয়ে দিলেন 'বাহুবলী' নিজেই

কোথায়-বিয়ে-করছেন-প্রভাস?-জানিয়ে-দিলেন-'বাহুবলী'-নিজেই

কোথায় বিয়ে করছেন প্রভাস?

প্রেমের গুঞ্জনে শিলমোহর বসেনি এখনও। তবে বিয়ের পরিকল্পনা প্রায় সারা। দক্ষিণী তারকা প্রভাসের কথাবার্তা অন্তত তেমনই ইঙ্গিত করছে। সব জল্পনায় ইতি টেনে তবে কি সত্যিই এ বার ছাদনাতলায় যাওয়ার পালা?

আর মাত্র কয়েক দিন। তার পরেই মুক্তি পাবে ‘আদিপুরুষ’। আপাতত তারই প্রচারে ব্যস্ত প্রভাস। এই ছবিতে রামচন্দ্রের ভূমিকায় দেখা যাবে তাঁকে। সীতার চরিত্রে কৃতী স্যানন। শোনা যায়, এই ছবিতে একসঙ্গে কাজের সুবাদেই নাকি দু’জনের ঘনিষ্ঠতা বাড়ে। সেখান থেকেই বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে প্রেম। এ বিষয়ে যদিও মুখ খুলতে নারাজ দুই তারকা। বরং প্রভাসের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নাকচ করেছেন কৃতী।

ছবির প্রচারে তিরুপতিতে গিয়ে বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েন প্রভাস। জানা গিয়েছে, সেখানে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন অভিনেতা। প্রভাস বলেন, “আমি এই তিরুপতিতেই বিযে করব”। তাঁর কথা শুনে উচ্ছ্বসিত হয়ে পড়েন অনুরাগীরা। তবে তিনি কবে ছাদনাতলায় যাবেন, সে বিষয়ে এখনও কিছুই বলেননি অভিনেতা।

জানা গিয়েছে, ৫০০ কোটি টাকার বাজেটে ‘আদিপুরুষ’ তৈরি করেছেন ওম রাউত। তার মধ্যে ৪৩২ কোটি টাকা ইতিমধ্যেই তুলে ফেলেছেন নির্মাতারা। ছবিটি থিয়েটারে মুক্তি পাওয়ার আগেই স্যাটেলাইট স্বত্ব, গানের স্বত্ব, ডিজিটাল স্বত্ব বিক্রি করেই ২৪৭ কোটি টাকা তুলে ফেলেছে। 

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Tiger-Shroff:-টাইগারের-ফিটনেস-রুটিন-জানলে-হতবাক-হবেন-অনেকেই Read Next

Tiger Shroff: টাইগারের ফিটনেস রু...