ব্যবসার নিরিখে কি ‘পাঠান’-কে টেক্কা দেবে ‘টাইগার ৩’
ছবি মুক্তিতে বাকি এখনও সপ্তাহ দুয়েক। তবে সলমন খানের ‘টাইগার ৩’ ছবি নিয়ে দর্শক ও অনুরাগীদের উন্মাদনার আভাস পাওয়া যাচ্ছে এখন থেকেই। ছবির প্রচার ঝলক ও প্রথম গান মুক্তি পাওয়ার পরে ইউটিউবে ট্রেন্ডিংয়ের তালিকায় উপরের দিকে জায়গা করে নিয়েছিল ‘টাইগার ৩’।
২০১২ সালে মুক্তি পেয়েছিল কবীর খান পরিচালিত ছবি ‘এক থা টাইগার’। যশরাজ ফিল্মস প্রযোজিত ওই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সলমন। সলমনের সঙ্গে ওই ছবিতে জুটি বেঁধেছিলেন ক্যাটরিনা কইফ। অবিনাশ সিংহ রাঠৌর তথা ‘টাইগার’-এর চরিত্রে দর্শক ও সমালোচকদের মন জয় করেছিলেন সলমন। ভারতীয় এক গুপ্তচরের ভূমিকায় তাঁকে পছন্দ করেছিলেন অনুরাগীরা। জ়োয়ার চরিত্রে প্রশংসিত হয়েছিলেন ক্যাটরিনাও। বক্স অফিসেও দুরন্ত ব্যবসা করেছিল ‘এক থা টাইগার’। ছবির সাফল্যের পর সূচনা হয়েছিল ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজ়ির। বছর পাঁচেক পরে ২০১৭ সালে মুক্তি পেয়েছিল দ্বিতীয় ছবি ‘টাইগার জ়িন্দা হ্যায়’। তার ছ’বছর পরে চলতি বছরের দীপাবলিতে মুক্তি পেতে চলেছে ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় ছবি ‘টাইগার ৩’।