You will be redirected to an external website

হার মানলেন ভাইজান, অগ্রিম বুকিং শুরুর পাঁচ ঘণ্টার মধ্যেই নজির গড়ল ‘জওয়ান’

হার-মানলেন-ভাইজান,-অগ্রিম-বুকিং-শুরুর-পাঁচ-ঘণ্টার-মধ্যেই-নজির-গড়ল-‘জওয়ান’

অগ্রিম বুকিং শুরুর পাঁচ ঘণ্টার মধ্যেই নজির গড়ল ‘জওয়ান’

তারিখের পর তারিখ পার করে অবশেষে গত ৩১ অগস্ট মুক্তি পেয়েছে শাহরুখ খানের আসন্ন ছবি ‘জওয়ান’-এর ট্রেলার। গত ১০ জুলাই ছবির প্রিভিউ দেখেই সাড়া পড়ে গিয়েছিল দর্শক ও অনুরাগীদের মধ্যে। ট্রেলার মুক্তির পর সেই উন্মাদনা আরও বেড়েছে। এত দিনের অপেক্ষার পরে অবশেষে শুরু হয়েছে ‘জওয়ান’-এর অগ্রিম টিকিট বুকিং। ছবি মুক্তির মাত্র সাত দিন আগে অগ্রিম বুকিং শুরু হওয়ায় দর্শক ও অনুরাগীদের তরফে বিপুল পরিমাণে সাড়া পাওয়ার আশা ছিলই। তবে সেই প্রত্যাশার গণ্ডি পেরিয়ে নজির গড়েছে শাহরুখের ছবি।

গত শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে ‘জওয়ান’-এর অগ্রিম বুকিং। দুপুর তিনটের মধ্যে ১ লক্ষ ১৮ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে বলে খবর। তাও, স্রেফ হিন্দি সংস্করণের। হিসাব কষলে দেখা যাচ্ছে, তাতেই ‘জওয়ান’-এর ঝুলিতে এসেছে চার কোটি টাকার কিছু বেশি। রাত ন’টার মধ্যে বিক্রি হয়েছে মোট ১ লক্ষ ২৪ হাজার টিকিট। তামিল সংস্করণের টিকিট থেকেও উপার্জন হয়েছে প্রায় ১৫-২০ লক্ষ টাকা। গত এপ্রিল মাসে মুক্তি পাওয়া সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর অগ্রিম টিকিট বুকিং থেকে ছবির ঝুলিতে এসেছিল মোট ৩ কোটি ৩৯ লক্ষ টাকা। হিসাবের নিরিখে শাহরুখের ‘জওয়ান’ প্রথম দিনেই টপকে গিয়েছে ভাইজানকে।

আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’। শাহরুখের শেষ ছবি ‘পাঠান’ গোটা বিশ্বের বক্স অফিসে উপার্জন করেছিল প্রায় ১১০০ কোটি টাকা। নিজের সেই রেকর্ড কি ভাঙতে পারবেন শাহরুখ?

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Jawan:-৫৭-তেও-নিজেকেই-নিজে-টেক্কা-দিচ্ছেন-শাহরুখ!‘জওয়ান’-এর-টিকিটের-অগ্রিম-বুকিং Read Next

Jawan: ৫৭-তেও নিজেকেই নিজে টে...