দিশাকে ছাড়া যেন দিন দিন কমে যাচ্ছিল শোয়ের TRP
হিন্দি ধারাবাহিকের জগতে সর্বাধিক চর্চিত ধারাবাহিকই হল তারক মেহেতা কা উল্টা চশমা। দিনের পর দিন এই ধারাবাহিক দর্শক মনে আনন্দ সঞ্চার করে আসছে। TRPর তালিকাতেও এই ধারাবাহিকের জায়গা ছিল পাকা। তবে একটা সময়ের পর এই ধারাবাহিক থেকে একের পর এক চেনা মুখ সরে যেতে শুরু করে। যাঁরা একটা সময় ধারাবাহিকের মূল আকর্ষণ ছিলেন, তাঁদের মধ্যেই এক অন্যতম নাম হল দিশা ভাকানি। চরিত্রের নাম দয়াবেন। চম্পকলালের পুত্রবধূ। মোটা টাকা পারিশ্রমিক পেতেন তিনি। তবে তিনি অন্যত্র নিজের ভাগ্য যাচাই করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
তবে তাঁকে ছাড়া যেন দিন দিন কমে যাচ্ছিল শোয়ের TRP। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল দিশার ধারাবাহিক ছাড়ার খবর। সকলেই অনুরোধ করেছিলেন, চ্যানেল যে যে কোনও শর্তে দিশাকে ধারাবাহিকে রেখে দেয়। এবার তেমনটাই হল। শত চেষ্টার পর অবশেষে দিশা ফিরে এলেন এই ধারাবাহিকে। খবর প্রকাশ্যে আসা মাত্রই খুশির মেজাজ ভক্তমহলে। দীর্ঘ ১৫ বছর ধরে চলা এই ধারাবাহিক বর্তমানে আবারও ফিরে পেয়েছে শোয়ের ছন্দ। TRPর তালিকাতে চতুর্থ স্থান দখল করেছে এই ধারাবাহিক। ধারাবাহিকের প্রযোজক অসিত মোদি এক সাক্ষাৎকারে জানান, এই ১৫ বছরের সফল জার্নিতে যে স্টারের অবদান আমরা কোনওদিন ভুলব না, তিনি হলেন দিশা ভাকানি।