You will be redirected to an external website

Yami Gautam: মা হতে চলেছেন ইয়ামি গৌতম, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা নায়িকা

Yami-Gautam:-মা-হতে-চলেছেন-ইয়ামি-গৌতম,-পাঁচ-মাসের-অন্তঃসত্ত্বা-নায়িকা

মা হতে চলেছেন ইয়ামি গৌতম

মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। কয়েক দিন বলিপাড়ার আনাচ-কানাচে ইয়ামির মা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। সূত্র জানাচ্ছে, এই খবর সত্যি। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ইয়ামি। বিরাট-অনুষ্কার দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়া সময়ের অপেক্ষা। তার মাঝেই ইয়ামি এবং তাঁর স্বামী পরিচালক আদিত্য ধরের বাবা-মা হওয়ার খবরে খুশির হাওয়া বলিপাড়ায়। তবে এখনও পর্যন্ত অবশ্য ইয়ামি-আদিত্য আনুষ্ঠানিক ভাবে এ বিষয়ে কোনও ঘোষণা করেননি।

ইয়ামির মা হওয়ার গুঞ্জন শুরু হয় কিছু দিন আগে। স্বামী আদিত্যের সঙ্গে ক্যামেরাবন্দি হন ইয়ামি। সেই সময় অভিনেত্রীর পরনে ছিল সালোয়ার কামিজ। ক্যামেরা দেখেই ইয়ামি ওড়না দিয়ে পেট আড়াল করতে ব্যস্ত হয়ে পড়েন। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই অনেকে ধরে নিয়েছিলেন, ইয়ামি অন্তঃসত্ত্বা। হবু বাবা-মা মুখে কুলুপ আঁটলেও, সুখবর চাপা থাকেনি।

২০২১ সালে সাত পাকে বাঁধা পড়েন ইয়ামি পরিচালক ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর পরিচালকের সঙ্গে। ২০১৯ সালে এই ছবির শুটিং চলাকালীন প্রেমে পড়েন ইয়ামি-আদিত্য। তার দু’বছরের মাথায় হিমাচলে নিজের বাড়িতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। বিবাহিত জীবনের দু’বছর পার করে নতুন অতিথি আসতে চলেছে ইয়ামি-আদিত্যের জীবনে।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Amitabh-Bachchan:-রামমন্দির-উদ্বোধনের-প্রায়-তিন-সপ্তাহের-মাথায়-ফের-অযোধ্যায়-অমিতাভ!- Read Next

Amitabh Bachchan: রামমন্দির উদ্বোধ...