You will be redirected to an external website

Yuvraj Singh: অ্যানিম্যালে মুগ্ধ যুবি, রণবীরকেই চান বায়োপিকে

Yuvraj-Singh:-অ্যানিম্যালে-মুগ্ধ-যুবি,-রণবীরকেই-চান-বায়োপিকে

অ্যানিম্যালে মুগ্ধ যুবি, রণবীরকেই চান বায়োপিকে

অনেক দিন আগেই তাঁর বায়োপিক নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। কথা হচ্ছে ভারতীয় তারকা অলরাউন্ডার যুবরাজ সিংকে নিয়ে। এক সময় করণ জোহর ভারতের বিশ্বজয়ী অলরাউন্ডারের বায়োপিক বানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু যুবরাজ ও তাঁর মতের অমিল হওয়ার কারণে সেই বায়োপিক আর হয়নি। শনিবার শহরে এসেছেন যুবরাজ সিং। নিজের ক্রিকেট অ্যাকাডেমি উদ্বোধনের জন্য।

সম্প্রতি রণবীর কাপুরের সিনেমা ‘অ্যানিম্যাল’ দেখেছেন ভারতীয় বিশ্বজয়ী অলরাউন্ডার যুবরাজ সিং। যে সিনেমা বক্স অফিসে সাড়া ফেলেছে। তা দেখার পর যুবি জানিয়েছেন, নিজের বায়োপিকে রণবীর কাপুরকেই মূল চরিত্রে দেখতে চান। অবশ্য তিনি একইসঙ্গে জানান এটা পুরোপুরি তাঁর ইচ্ছে, কিন্তু শেষ অবধি পরিচালক যা ঠিক করবেন, সেটাই হবে।

অবশ্য এই প্রথম বার নয়, অতীতেও রণবীর কাপুরকে নিজের বায়োপিকের হিরো হিসেবে দেখতে চেয়েছিলেন যুবরাজ। তা ছাড়া বায়োপিকের জন্য যুবির দ্বিতীয় পছন্দ ছিল হৃতিক রোশন। কিন্তু সেই সময় করণ জোহর চেয়েছিলেন যুবির বায়োপিকে সিদ্ধান্ত চতুর্বেদীকে নিতে। অবশ্য সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। এর আগে শোনা গিয়েছিল, যুবরাজ সিংয়ের বায়োপিকের স্বত্ব কিনেছেন আমির খান।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Yami-Gautam:-মা-হতে-চলেছেন-ইয়ামি-গৌতম,-পাঁচ-মাসের-অন্তঃসত্ত্বা-নায়িকা Read Next

Yami Gautam: মা হতে চলেছেন ইয়ামি ...