You will be redirected to an external website

Gadar 2: প্রথম দিনের বুকিংয়ে ‘পাঠান’কে হারিয়ে দিল ‘গদর ২’?

Gadar-2:-প্রথম-দিনের-বুকিংয়ে-‘পাঠান’কে-হারিয়ে-দিল-‘গদর-২’?

আগামী ১১ শে আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি

২০০১ সালে মুক্তি পেয়েছিল সানি দেওল ও আমিশ প্যাটেল অভিনীত ছবি ‘গদর।’ সে সময় বক্সঅফিসে সাড়া ফেলেছিল তারা সিং ও সাকিনার সেই প্রেমের ছবি। ২২ বছর পর ফের এই ছবির সিক্যুয়েল নিয়ে আসছেন সানি ও আমিশা। যা নিয়ে দর্শক মহলে উন্মাদনার শেষ নেই। ছবির অগ্রিম টিকিট বিক্রির হুজুগ অন্তত এমনটাই বলছে।

কথায় বলে পুরনো চাল ভাতে বাড়ে। আর তা আরও একবার প্রমাণ করে দিল ‘গদর ২।’ সব ঠিক থাকলে আগামী ১১ শে আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। আর এখনই ১,০৫,৩০০ টি টিকিট বিক্রি হয়ে গিয়েছে এই ছবির। বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের টুইট অনুযায়ী,  শুধুমাত্র প্রথম দিনেই জাতীয়স্তরে  পিভিআরএ-ই টিকিট বিক্রি হয়েছে ৪৫,০০০টি। আইনক্স ও সিনেপলিসে আগাম টিকিট বুকিং হয়েছে ৩৬,০০০ ও ২৪,০০০। সিঙ্গল স্ক্রিনেও ব্যপক সাড়া ফেলেছে এই ছবি।

‘গদর’ যেভাবে মানুষের মনে জায়গা করে নিয়েছিল, ঠিক তাই প্রত্যাশা ‘গদর ২’ নিয়েও তৈরি হয়েছে সিনেপ্রেমীদের মনে। বক্সঅফিসে তারই বহিঃপ্রকাশ হচ্ছে। অনিল শর্মা পরিচালিত এই ছবিতে তারা সিং ও সাকিনার পরবর্তী প্রজন্মকেও দেখা যাবে বলে জানা গিয়েছে। তাঁদের ছেলের ভূমিকায় অভিনয় করেছেন উৎকর্ষ শর্মা।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Jacqueline-fernandez:-জ্যাকলিনের-জন্মদিনে-জেল-থেকে-চিঠি-প্রেমিক-সুকেশের Read Next

Jacqueline fernandez: জ্যাকলিনের জন্ম...