You will be redirected to an external website

Cyclone Remal: রেমালে মৃত ১০ বাংলাদেশে, ৩৭ হাজার বাড়ির ক্ষতি,রেমালে বিধ্বস্ত বাংলাদেশ

Cyclone-Remal:-রেমালে-মৃত-১০-বাংলাদেশে,-৩৭-হাজার-বাড়ির-ক্ষতি,রেমালে-বিধ্বস্ত-বাংলাদেশ

৩৭ হাজার বাড়ির ক্ষতি,রেমালে বিধ্বস্ত বাংলাদেশ

ঘূর্ণিঝড় রেমালের অভিঘাতে বাংলাদেশের উপকূলীয় ছ’টি জেলায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। ৩৫ হাজারের বেশি ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত। এই ঝড়ে সে দেশের ১৯টি জেলার ৩৭ লাখ ৫৮ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান সোমবার বিকেলে রাজধানী ঢাকার সচিবালয়ে রেমাল পরবর্তী ত্রাণ, উদ্ধারকার্য এবং পুনর্বাসন নিয়ে বৈঠক করেন। চার পরে সাংবাদিক বৈঠকে তিনি জানান, সোমবার বিকেল পর্যন্ত ঘূর্ণিঝড় রেমালের অভিঘাতে খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালি, ভোলা এবং চট্টগ্রামে ১০ জনের মৃত্যুর খবর এসেছে।

রেমালের তাণ্ডবে উপকূলীর জেলাগুলিতে বহু বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। সোমবার সন্ধ্যায় বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ বিতরণ সংস্থা পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)-এর দু’কোটি ৭০ লক্ষের বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন বলে ‘প্রথম আলো’য় প্রকাশিত খবরে দাবি। তবে তার মধ্যে তিন লাখ ২১ হাজার সংযোগ আবার দেওয়া হয়েছে বলে ওই খবরে দাবি।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় রেমাল রবিবার রাত ৮টা নাগাদ দিকে মংলা বন্দরের দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল এবং বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম করতে শুরু করেছিল। ওই ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলের বিভিন্ন জেলায় প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যায়। রাত দেড়টা থেকে ২টো মধ্যে সবচেয়ে বেশি ১১১ কিলোমিটার গতিতে ঝড় বয়ে গিয়েছে পটুয়াখালির খেপুপাড়ায়। ঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাসে উপকূলের অনেক এলাকা প্লাবিত হয়েছে।

AUTHOR :RIMA

১৫-মিনিটের-ভাড়া-৩৩-লক্ষ-টাকা!-উবেরে-চেপে-ঘটি-বাটি-বিক্রি-হওয়ার-জোগাড়-যুবকের Read Previous

১৫ মিনিটের ভাড়া ৩৩ লক্ষ ...

ধসের-জেরে-ধ্বংস্তূপে-চাপা-পড়েছেন-দু’হাজারেরও-বেশি-গ্রামবাসী,ধসে-বিপর্যস্তদের-সহায়তা-ভারতের Read Next

ধসের জেরে ধ্বংস্তূপে চা...