You will be redirected to an external website

৭.১ মাত্রার ভূমিকম্পের আঘাত লয়ালটি দ্বীপে !

তীব্র মাত্রায় কেঁপে উঠল ভূমি । প্রতীকী ছবি

২৪ ঘণ্টার মধ্যে ফের ভূমিকম্পে কেঁপে উঠল নিউ ক্যালেডোনিয়া । শনিবার নিউ ক্যালেডোনিয়ার লয়ালটি দ্বীপের দক্ষিণপূর্বে ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তবে ভূমিকম্পটির কারণে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের অঞ্চলগুলোতে কোনও সুনামি সতর্কতা জারি করা হয় নি ।

নিউ ক্যালেডোনিয়ার লয়্যালটি দ্বীপপুঞ্জের ভূমিকম্পের ২৪ ঘণ্টা যেতে না যেতেই আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। শনিবার নিউ ক্যালেডোনিয়ার লয়ালটি দ্বীপের দক্ষিণপূর্বে ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর অঞ্চলটিতে বেশ কয়েকটি আফটারশক রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা । ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৬ কিলোমিটার গভীরে।

অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানিয়েছে, ভূমিকম্পটির কারণে অস্ট্রেলীয় মূল ভূখণ্ড, দ্বীপ ও অঞ্চলগুলোতে কোনও সুনামির আশঙ্কা নেই।উল্লেখ্য, এর আগে শুক্রবার দক্ষিণ প্রশান্ত মহাসাগরে আঘাত হানে ৭.৭ মাত্রার ভূমিকম্প, যার জেরে সুনামি সতর্কতা জারি করেছিল কর্তৃপক্ষ। ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৭ কিলোমিটার গভীরে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অফিস মানুষকে উপকূলীয় এলাকা থেকে উচ্চ ভূমিতে সরে যেতে বলেছে। এছাড়া প্রশাসনকে যথাযথ পদক্ষেপ এবং সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে ।

AUTHOR :

১৫-মিনিটের-ভাড়া-৩৩-লক্ষ-টাকা!-উবেরে-চেপে-ঘটি-বাটি-বিক্রি-হওয়ার-জোগাড়-যুবকের Read Previous

১৫ মিনিটের ভাড়া ৩৩ লক্ষ ...

লুঙ্গি-পরেই-হাজির-কান-এর-রেড-কার্পেটে!-তাক-লাগালেন-বাংলাদেশি-পরিচালক Read Next

লুঙ্গি পরেই হাজির কান-এর ...