You will be redirected to an external website

৯টি অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ হিরো আলমের

৯টি-অ্যাকাউন্ট-হ্যাকের-অভিযোগ-হিরো-আলমের

আবারও শিরোনামে আলম

আবারও শিরোনামে আলম। কারণ তাঁর নাকি ফেসবুক হ্যাক করা হয়েছে। যে কারণে পুলিশের দ্বারস্থও হয়েছিলেন তিনি। প্রতি দিন যে হেতু ইউটিউব, ফেসবুক নিয়েই তাঁর কাজ, তাই এই ঘটনায় খানিকটা সমস্যাতেই পড়েছিলেন তিনি। কারণ এই মাধ্যমগুলির দ্বারাই তো রোজগার করেন তিনি। ফলে তড়িঘড়ি থানায় যান আলম। অভিযোগ করার কয়েক ঘণ্টার মধ্যেই নিজের ফেসবুক আইডি ফেরত পেয়েছেন তিনি।

কিন্তু, এখনও তাঁর আটটি আইডি রয়েছে হ্যাকারদের দখলে। বেশ কিছু নামও উঠে এসেছে এ প্রসঙ্গে। আলমের দাবি, দেশের বাইরে থেকে আসা মিঞা আশকর নামের এক ব্যক্তি তাঁর আইডি হ্যাক করেছেন। তবে তাঁর আশরাফুল হোসেন আলম নামের প্রোফাইলটি ফেরত পাওয়ায় কৃতজ্ঞ ডিবি প্রধানের প্রতি।

মঙ্গলবার, বিকালে এই ঘটনাটি ঘটেছে। ঠিক কী ঘটেছিল? হিরো আলম জানিয়েছিলেন, তাঁর ফেসবুক পেজ, টিকটক, ইনস্টাগ্রাম-সহ ৯টি অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এ ব্যাপারে তিনি সঙ্গে সঙ্গে ডিবি’র কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পুলিশের তরফ থেকে তিনি আশ্বাস পান যে তাঁর সমস্যা অবিলম্বে সমাধানের চেষ্টা করছেন তাঁরা। হ্যাকারের সন্ধান পাওয়ার কথা নিজেই জানান আলম। হ্যাকারের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছেন তিনি।

AUTHOR :RIMA

১৫-মিনিটের-ভাড়া-৩৩-লক্ষ-টাকা!-উবেরে-চেপে-ঘটি-বাটি-বিক্রি-হওয়ার-জোগাড়-যুবকের Read Previous

১৫ মিনিটের ভাড়া ৩৩ লক্ষ ...

গর্ভেই-শিশুর-মস্তিষ্কে-জটিল-অস্ত্রোপচার!-বিশ্বে-এই-প্রথম Read Next

গর্ভেই শিশুর মস্তিষ্কে ...