You will be redirected to an external website

বৌমা সন্তানধারণে অক্ষম, ছেলের সন্তান নিজের গর্ভেই ধারণ করলেন বছর ৫৬-এর প্রৌঢ়া

বৌমা-সন্তানধারণে-অক্ষম,-ছেলের-সন্তান-নিজের-গর্ভেই-ধারণ-করলেন-বছর-৫৬-এর-প্রৌঢ়া

বৌমার সন্তানধারণ করলেন ৫৬ বছর বয়সি প্রৌঢ়া

নিজের গর্ভে ছেলে বৌমার সন্তানধারণ করলেন ৫৬ বছর বয়সি প্রৌঢ়া ন্যান্সি হক। ছেলে জেফ হক ও বৌমা ক্যামব্রিয়ার সন্তানের সরোগেট মা হলেন প্রৌঢ়া। শারীরিক সমস্যার কারণে বৌ ক্যামব্রিয়া তাঁর গর্ভে সন্তান রাখতে সক্ষম নন, তাই পরিবার বাড়ানোর দায়িত্বভার হাসিমুখে নিজে কাঁধে তুলে নিলেন ন্যান্সি। জেফ হক এক সাক্ষাৎকারে বলেন, ‘‘কত জনের ভাগ্য হয় নিজের মাকে সন্তান জন্ম দিতে দেখার? আমার সেই ভাগ্য হয়েছে। ডেলিভারি রুমে আমি দেখেছি মাকে আমার কন্যার জন্ম দিতে। অনেকেই এই কাজকে ভাল চোখে দেখবে না, কিন্তু আমি, আমার স্ত্রী আর মা বিষয়টিকে মোটেই সেই ভাবে দেখেনি।’’

ছেলে ও পরিবারের জন্য এই কাজ করতে পেরে অভিভূত ন্যান্সি। এই অভিজ্ঞতা কখনও ভোলার নয়, দাবি তাঁর। ন্যান্সি বলেন, ‘‘এই মুহূর্তে আমার মিশ্র অনুভূতি হচ্ছে। সুস্থ ভাবে সন্তান জন্ম দিতে পেরে আমি সত্যিই অভিভূত। তবে তাঁকে ছেড়ে দূরে থাকতে হবে ভেবে বেশ দুঃখিত।’’

 

 

View this post on Instagram

A post shared by Cambria Hauck (@cambriairene)

 

দম্পতি তাঁদের কন্যাসন্তানের নাম রেখেছেন হানা। সন্তানধারণ করেছেন জানতে পারার দিন ছয়েক পরে ন্যান্সির স্বপ্নে আসে এক খুদে। সে জানায়, তার নাম হানা। সেই থেকেই নবজাতকের নাম হয় হানা।

AUTHOR :RIMA

১৫-মিনিটের-ভাড়া-৩৩-লক্ষ-টাকা!-উবেরে-চেপে-ঘটি-বাটি-বিক্রি-হওয়ার-জোগাড়-যুবকের Read Previous

১৫ মিনিটের ভাড়া ৩৩ লক্ষ ...

সমুদ্রসৈকতে-ভেসে-আসছে-শ’য়ে-শ’য়ে-মৃত-জেলিফিশ!মৃত্যুর-কারণ-ধোঁয়াশা-.. Read Next

সমুদ্রসৈকতে ভেসে আসছে শ...