You will be redirected to an external website

কর্মস্থলে ধূমপান করায় জাপানের এক ব্যাক্তির শাস্তি হিসাবে জরিমানা প্রায় ১১লক্ষ ৭৭হাজার টাকা

কর্মস্থলে-ধূমপান--করায়-জাপানের-এক-ব্যাক্তির-শাস্তি-হিসাবে-জরিমানা-প্রায়-১১লক্ষ-৭৭হাজার-টাকা-

কর্মস্থলে ধূমপান করার শাস্তিতে জরিমানা বিপুল অঙ্কের অর্থ । সংগৃহীত ছবি

শুনতে অবাক লাগলেও, এটাই সত্যি। কথায় আছে "ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর"। তবে এবার পুরো ঘটনাটি যদি আপনি জানেন, তাহলে বলবেন "ধূমপান পেশার জন্য ক্ষতিকর"। অফিসে গিয়ে কাজের ফাঁকে ধূমপান করে ‘শাস্তি’ পেলেন এক ব্যক্তি। গত ১৪ বছর ধরে এক ব্যক্তি মোট সাড়ে ৪ হাজার বার ধূমপান করেছেন। আর তার জেরেই ‘শাস্তি’ হিসাবে তাঁকে মোটা অঙ্কের জরিমানা করল সরকারি সংস্থা। শুধু জরিমানাই নয়, তাঁর প্রাপ্ত বেতন থেকে করও কেটে নেওয়া হয়েছে।

নিজ কর্মস্থলে ১৪ বছরে সাড়ে ৪ হাজারের বেশি বার ধূমপান করায় জাপানের এক সরকারি চাকরিজীবীকে প্রায় ১১ লাখ ৭৭হাজার টাকা  সমমূল্যের জরিমানা করা হয়েছে। দেশটির ওসাকা শহরের প্রশাসনিক কর্তৃপক্ষ এ জরিমানা করেছে।

দ্য স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়, ৬১ বছর বয়সী ওই ব্যক্তি ওসাকা অঞ্চলের অর্থ বিভাগের পরিচালক পর্যায়ের কর্মকর্তা। বারবার সতর্ক করার পরও কর্মঘণ্টা চলাকালে ধূমপান করার কারণে ছয় মাস তাঁর বেতনের ১০ শতাংশ কেটে নেওয়া হবে। ওই ব্যক্তির পাশাপাশি আরও দুই সহকর্মীকেও জরিমানা করা হয়েছে।

২০১৯ সালেও একই রকমের একটি ঘটনা ঘটেছিল। তখন ওসাকার উচ্চমাধ্যমিক স্কুলের এক শিক্ষককে তাঁর বেতন থেকে শিক্ষা মন্ত্রণালয়কে ১০ লাখ ইয়েন ফেরত দিতে বলা হয়েছিল। কাজের সময় ধূমপানের জন্য নিয়মবহির্ভূতভাবে ৩ হাজার ৪০০ বার বিরতি নেওয়ার জন্য দোষী সাব্যস্ত করে এ জরিমানা করা হয়।

AUTHOR :Rita Ghosh

১৫-মিনিটের-ভাড়া-৩৩-লক্ষ-টাকা!-উবেরে-চেপে-ঘটি-বাটি-বিক্রি-হওয়ার-জোগাড়-যুবকের Read Previous

১৫ মিনিটের ভাড়া ৩৩ লক্ষ ...

Chinese-Colleges:প্রেমের’-জন্য-পড়ুয়াদের-এক-সপ্তাহ-ছুটি-দিল-চিনের-কলেজগুলি!কেন-এমন-সিদ্ধান্ত? Read Next

Chinese Colleges:প্রেমের’ জন্য পড়...