You will be redirected to an external website

Chinese Colleges:প্রেমের’ জন্য পড়ুয়াদের এক সপ্তাহ ছুটি দিল চিনের কলেজগুলি!কেন এমন সিদ্ধান্ত?

Chinese-Colleges:প্রেমের’-জন্য-পড়ুয়াদের-এক-সপ্তাহ-ছুটি-দিল-চিনের-কলেজগুলি!কেন-এমন-সিদ্ধান্ত?

প্রেম’ করার জন্য পড়ুয়াদের এক সপ্তাহ ছুটি

‘প্রেম’ করার জন্য পড়ুয়াদের এক সপ্তাহ ছুটি দিল চিনের কলেজগুলি। কিন্তু হঠাৎ কেন এই পথে হাঁটল তারা? বিষয়টি অবাক লাগলেও পরীক্ষামূলক ভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সেখানকার বেশ কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।

এনবিসি নিউজ-এর প্রতিবেদন অনুযায়ী, এই সিদ্ধান্তের কথা প্রথম ঘোষণা করা হয় ২১ মার্চ। বর্তমানে ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত কলেজগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। যেটাকে কলেজ কর্তৃপক্ষগুলি ‘স্প্রিং ব্রেক’ নাম দিয়েছেন। সেই কলেজগুলির মধ্যে একটি হল মিয়াংইয়াং ফ্লাইং ভোকেশনাল কলেজ। কর্তৃপক্ষ পড়ুয়াদের জানিয়েছেন, এই সময়ের মধ্যে নিজের সঙ্গীর সঙ্গে যত খুশি প্রেম, রোম্যান্স করুন। প্রয়োজনে সঙ্গী খুঁজে নিয়ে এক সপ্তাহ সময় কাটানোর পরামর্শও দেওয়া হয়েছে।

শুধু সঙ্গীর সঙ্গেই প্রেম নয়, প্রকৃতির সঙ্গে প্রেম, জীবনের সঙ্গে প্রেম করার পরামর্শও দেওয়া হয়েছে পড়ুয়াদের। ওই কলেজের ডেপুটি ডিন বলেন, “আশা করছি, পড়ুয়ারা এই সময়ের মধ্যে প্রকৃতি এবং বসন্তকালকে ভাল ভাবে উপভোগ করবেন।” তাঁর দাবি, এর ফলে শুধু পড়ুয়াদের চিন্তাভাবনার বিকাশই ঘটবে না, তাঁদের শিক্ষণীয় ক্ষমতাও আরও সমৃদ্ধ হবে। এই সময়ের মধ্যে কোনও পড়ুয়াকে ‘হোমওয়ার্ক’ও করতে হবে না। শুধু এই সময়ের মধ্যে যা দেখলেন, যা শিখলেন, যা অনুভব করলেন, তা-ই ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে পড়ুয়াদের।

কিন্তু কেন এমন সিদ্ধান্ত? স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চিনে জন্মহার দ্রুত হারে কমছে। যা নিয়ে চিন্তা বাড়ছে সরকারের। কী ভাবে জন্মহার বাড়ানো যায়, তা নিয়ে নানা রকম পরিকল্পনা করা হচ্ছে। সরকারকে সেই কাজে সহযোগিতা করতে এগিয়ে এসেছে কলেজগুলিও।

AUTHOR :RIMA

১৫-মিনিটের-ভাড়া-৩৩-লক্ষ-টাকা!-উবেরে-চেপে-ঘটি-বাটি-বিক্রি-হওয়ার-জোগাড়-যুবকের Read Previous

১৫ মিনিটের ভাড়া ৩৩ লক্ষ ...

ভারতীয়-পাঠ্যবইয়ে-পাকিস্তানের-অধিনায়ক।-তাহলে-কি-ভারত-ও-পাকিস্তানের-সর্ম্পের-পরিবর্তন-হতে-চলেছ! Read Next

ভারতীয় পাঠ্যবইয়ে পাকিস...