ফের টুইটারে বড় বদল
ফের টুইটারে বড় বদল। এবার টুইটের সংখ্যায় কাঁচি চালালেন ইলন মাস্ক। দিনে আপনি কটা টুইট পড়তে পারবেন, তার সংখ্য়া নির্দিষ্ট করে দিল টুইটার সংস্থা। ডেটা স্ক্রেপিং ও সিস্টেম ম্যানিপুলেশনের বিরুদ্ধে লড়াই করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন টুইটারের মালিক ইলন মাস্ক।
শনিবার ইলন মাস্ক জানান, এবার থেকে টুইটারের ভেরিফায়েড অ্যাকাউন্টের ব্যবহারকারীরা দিনে ৬ হাজার পোস্ট পড়তে পারবেন। অন্যদিকে, যাদের অ্য়াকাউন্ট ভেরিফায়েড নয়, তারা দৈনিক ৬০০টি করে টুইট পড়তে পারবেন।ইলন মাস্ক টুইট করে বলেন, “চরম পর্যায়ে তথ্য় ঝাড়াই-বাছাইয়ের বিষয়টি খতিয়ে দেখতে আমরা সাময়িক একটি সীমা স্থির করেছি, তা হল- এবার থেকে ভেরিফায়েড অ্যাকাউন্টগুলি দৈনিত ৬০০০ পোস্ট পড়তে পারবেন। ভেরিফাই নয়, এমন অ্যাকাউন্টের ব্যবহারকারীরা দৈনিক ৬০০টি পোস্ট পড়তে পারবেন। নতুন, আনভেরিফায়েড অ্যাকাউন্টগুলি দিনে ৩০০টি করে টুইট পড়তে পারবেন।”
এরপরে ইলন মাস্ক পরে আরও একটি টুইটে জানান, শীঘ্রই টুইট পড়ার এই সীমা বাড়িয়ে দেওয়া হবে। শীঘ্রই ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট ব্যবহারকারীরা দৈনিক ৮ হাজার পোস্ট পড়তে পারবেন। আনভেরিফায়েড অ্যাকাউন্টের ব্য়বহারকারীরা দৈনিক ৮০০টি পোস্ট পড়তে পারবেন। নতুন আনভেরিফায়েড অ্যাকাউন্টের ব্যবহারকারীরা দৈনিক ৪০০টি করে পোস্ট পড়তে পারবেন।