You will be redirected to an external website

Tasnia Farin: বিয়ে করলেন ‘কারাগার’ খ্যাত অভিনেত্রী তাসনিয়া ফারিণ

Tasnia-Farin:-বিয়ে-করলেন-‘কারাগার’-খ্যাত-অভিনেত্রী-তাসনিয়া-ফারিণ

বিয়ে করলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ

বাংলাদেশি অভিনেত্রী তাসনিয়া ফারিণের জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। এর আগে নিজের ব্যক্তিগত সম্পর্ককে সব সময়েই প্রচারের আড়ালে রাখতে চেয়েছেন অভিনেতা। তবে সোমবার অনুরাগীদের সুখবর জানালেন ‘কারাগার’ ওয়েব সিরিজ় খ্যাত এই অভিনেত্রী।

একটি পোস্ট করেন তাসনিয়া। ফেসবুকের ওই পোস্টে তিনি লেখেন, ‘‘সাড়ে আট বছরের ভালবাসা অবশেষে ১১ অগস্ট পরিণতি পেল।’’ একই সঙ্গে অভিনেত্রী জানিয়েছেন অভিনয়ে আসার অনেক আগে কলেজজীবনে এই মানুষটিরই প্রেমে পড়েন তিনি। এই দীর্ঘ সময় ধরে নিজের সম্পর্ককে গোপনীয়তার আড়ালে মুড়ে রাখার কারণ হিসেবে তাসনিয়া লিখেছেন, ‘‘সময়ের সঙ্গে আমাদের জীবন বদলালেও সমীকরণ পাল্টায়নি। তাই আমরা আমাদের সম্পর্ককেও প্রকাশ্যে আনিনি।’’

ওই পোস্টে সেই প্রেমিকের নামও প্রকাশ্যে এনেছেন তাসনিয়া। তাঁর স্বামীর নাম শেখ রেজ়ওয়ান। কর্মসূত্রে তিনি বাংলাদেশের বাইরে থাকেন। তবে তাসনিয়া যে ছবি পোস্ট করেছেন, সেখানে তাঁর স্বামীর সম্পূর্ণ মুখ দেখা যায়নি। তাসনিয়া জানিয়েছেন, পরিবার এবং নিকটাত্মীয়দের উপস্থিতিতে তাঁরা আইনি বিয়ে সেরেছেন। তাসনিয়া লিখেছেন, ‘‘ও বিদেশে থাকে বলে খুব দ্রুত সব করতে হয়েছে। 

AUTHOR :RIMA

১৫-মিনিটের-ভাড়া-৩৩-লক্ষ-টাকা!-উবেরে-চেপে-ঘটি-বাটি-বিক্রি-হওয়ার-জোগাড়-যুবকের Read Previous

১৫ মিনিটের ভাড়া ৩৩ লক্ষ ...

Imran-Khan:-তোশাখানা-মামলায়-মঙ্গলবার-জামিন-পেলেন-প্রাক্তন-পাক-প্রধানমন্ত্রী-ইমরান-খান Read Next

Imran Khan: তোশাখানা মামলায় মঙ্...