You will be redirected to an external website

China Earthquake: আবার শক্তিশালী ভূমিকম্প! তাইওয়ানের পর এবার চিনে ভূমিকম্প

China-Earthquake:-আবার-শক্তিশালী-ভূমিকম্প!--তাইওয়ানের-পর-এবার-চিনে-ভূমিকম্প

তাইওয়ানের পর এবার চিনে ভূমিকম্প

বুধবার তাইওয়ানে ভয়াবহ ভূমিকম্পের রেশ কাটার আগেই, আজ বৃহস্পতিবার সকালে ভূমিকম্প অনুভূত হল চিনে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে চিনের কিংহাই প্রদেশে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫।

চিনের সংবাদ এজেন্সি শিনহুয়ার তরফে জানানো হয়েছে, স্থানীয় সময় অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮ টা ৩৯ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। চিনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিল কিংহাই প্রদেশের উত্তর-পশ্চিমে মাঙ্গা সিটিতে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল।

প্রসঙ্গত, বুধবার ভোরে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে তাইওয়ান। ভূমিকম্প অনুভূত হয় পড়শি চিন, জাপান, ফিলিপিন্সেও। তাইওয়ানে ভূমিকম্পে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা হাজার পার করেছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দ্বীপরাষ্ট্র জুড়ে। কমপক্ষে শতাধিক বাড়িঘর ভেঙে গিয়েছে বলেই জানা গিয়েছে। ভূমিকম্পের জেরে সুনামির সতর্কতাও জারি করা হয় জাপান-ফিলিপিন্সে। তবে শেষ অবধি সুনামি আছড়ে পড়েনি।

AUTHOR :RIMA

১৫-মিনিটের-ভাড়া-৩৩-লক্ষ-টাকা!-উবেরে-চেপে-ঘটি-বাটি-বিক্রি-হওয়ার-জোগাড়-যুবকের Read Previous

১৫ মিনিটের ভাড়া ৩৩ লক্ষ ...

Maldives:-এ-বার-ভারতের-জাতীয়-পতাকাকে-অসম্মানের-অভিযোগ-মলদ্বীপের-মন্ত্রীর-বিরুদ্ধে! Read Next

Maldives: এ বার ভারতের জাতীয় পত...

Related News