You will be redirected to an external website

Elon Musk: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে ভারতে আসছেন ইলন মাস্ক

Elon-Musk:-প্রধানমন্ত্রীর-সঙ্গে-সাক্ষাৎ-করতে-ভারতে-আসছেন-ইলন-মাস্ক

ভারতে আসছেন আমেরিকার ধনকুবের ইলন মাস্ক

ভারতে আসছেন আমেরিকার ধনকুবের ইলন মাস্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করবেন তিনি। চলতি মাসের শেষের দিকে ভারতে আসার কথা রয়েছে মাস্কের। বুধবার নিজের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডলে মাস্ক লিখেছেন, “ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছি।”

গত মাসেই নতুন বৈদ্যুতিক গাড়ির নীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রক। সেই নীতিতে বলা হয়েছে, কোনও সংস্থা বিদেশ থেকে বৈদ্যুতিক গাড়ি আমদানি করলে শুল্কে আপাতত ছাড় পাবে। তবে তিন বছরের মধ্যে এ দেশে ন্যূনতম ৫০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় ৪১৫০ কোটি টাকা) লগ্নিতে কারখানা গড়া-সহ একগুচ্ছ শর্ত মানতে হবে। এখন এ দেশে এমন গাড়ি আমদানি করলে ৭০-১০০ শতাংশ শুল্ক বসে। নয়া নীতিতে পাঁচ বছরের জন্য তা কমে হবে ১৫ শতাংশ। তবে কম শুল্কে ৩৫,০০০ ডলার বা তার বেশি দামি (গাড়ির দাম, বিমা, পরিবহণ খরচ ধরে) গাড়ি বছরে সর্বাধিক ৮০০০টি আনা যাবে (মোট ৪০,০০০টি)। সংস্থাটিকে লগ্নির পাশাপাশি পাঁচ বছরের মধ্যে এ দেশে কারখানায় উৎপাদন চালু করতে হবে।

কেন্দ্র বৈদ্যুতিক গাড়ি আমদানিতে শুল্ক ছাড় দেওয়ার আগে মাস্কের কাছ থেকে লগ্নির প্রতিশ্রুতি চাইছিল। অন্য দিকে মাস্ক বলেছিলেন, আমদানিতে শুল্ক ছাড় দেওয়ার পাশাপাশি টেসলার গাড়ি বিক্রি এবং পরিষেবা দেওয়ার অনুমতি না দেওয়া পর্যন্ত তার পণ্য তৈরি করবে না। 

AUTHOR :RIMA

১৫-মিনিটের-ভাড়া-৩৩-লক্ষ-টাকা!-উবেরে-চেপে-ঘটি-বাটি-বিক্রি-হওয়ার-জোগাড়-যুবকের Read Previous

১৫ মিনিটের ভাড়া ৩৩ লক্ষ ...

Dubai-Flood:জলমগ্ন-দুবাইয়ে-বিপর্যস্ত-বিমান-পরিষেবা,--বৃষ্টি-পাল্টে-দিয়েছে-গোটা-শহরের-ছবি Read Next

Dubai Flood:জলমগ্ন দুবাইয়ে বিপর...