You will be redirected to an external website

দেড় কোটি টাকায় বিক্রি হচ্ছে স্কটল্যান্ডের একটি দ্বীপ!

দেড়-কোটি-টাকায়-বিক্রি-হচ্ছে-স্কটল্যান্ডের-একটি-দ্বীপ!

বিক্রি হচ্ছে স্কটল্যান্ডের একটি দ্বীপ

দেড় কোটি টাকায় বিক্রি হচ্ছে স্কটল্যান্ডের একটি দ্বীপ। লন্ডন এবং এডিনবরা থেকে ৫৬০ এবং ১০০ কিলোমিটার দূরের এই দ্বীপটির নাম বারলোক্কো। স্কটল্যান্ডের দক্ষিণ উপকূলের জনমানবহীন এই দ্বীপের আয়তন ২৫ একর। দ্বীপটিতে প্রকৃতিক সৌন্দর্যের কোনও খামতি নেই।

এই দ্বীপটি বিক্রির দায়িত্বে রয়েছেন অ্যারন এডগার নামে এক ব্যক্তি। তিনি জানিয়েছেন, স্কটল্যান্ডের মূল ভূখণ্ড থেকে পায়ে হেঁটেও দ্বীপটিতে যাওয়া যায়। তবে জোয়ারের সময় নৌকা করে যেতে হয় সেখানে। লোকালয় থেকে কয়েক কিলোমিটার দূরে শান্ত এই দ্বীপে যেমন পাখি রয়েছে, তেমন আবার বন্য প্রাণীও রয়েছে। সবচেয়ে কাছের শহর এবং রেলস্টেশন রয়েছে ১০ কিলোমিটার দূরত্বে।

একাকী, নির্জনে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে বাস করতে চাইলে এর থেকে ভাল জায়গা আর হতে পারে না বলে জানিয়েছেন অ্যারন। বাড়তি আকর্ষণ হিসাবে রয়েছে বিভিন্ন ধরনের নাম না জানা এবং অজানা পাখিদের বাস। এ ছাড়াও বেশি কিছু বিরল প্রজাতির গাছও রয়েছে এই দ্বীপটিতে। দ্বীপটিকে ঘিরে রয়েছে পাথর বিছানো সৈকতও। যা অপূর্ব সুন্দর। 

AUTHOR :RIMA

১৫-মিনিটের-ভাড়া-৩৩-লক্ষ-টাকা!-উবেরে-চেপে-ঘটি-বাটি-বিক্রি-হওয়ার-জোগাড়-যুবকের Read Previous

১৫ মিনিটের ভাড়া ৩৩ লক্ষ ...

পুরীর-মন্দিরের-আদলে-এবার-লন্ডনে-তৈরি-হচ্ছে-জগন্নাথ-মন্দির-! Read Next

পুরীর মন্দিরের আদলে এবা...