You will be redirected to an external website

৬৩ বছর বয়সে ফুটফুটে কন্যার বাবা হলেন গায়ক! স্ত্রীর বয়স কত?

৬৩-বছর-বয়সে-ফুটফুটে-কন্যার-বাবা-হলেন-গায়ক!-স্ত্রীর-বয়স-কত?

৬৩ বছর বয়সে ফুটফুটে কন্যার বাবা হলেন গায়ক

চতুর্থ সন্তানের জন্ম দিয়েছেন তাঁর ২৭ বছরের স্ত্রী ইজ্জাতি। কুয়ালালামপুরের একটি বেসরকারি হাসপাতালে পৃথিবীর আলো দেখেছে তাঁদের শিশুকন্যা। মালয়েশিয়ার শিল্পী জামাল জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শ মেনে অস্ত্রোপচার করে জন্ম হয়েছে সন্তানের। সুস্থ আছে সন্তান এবং মা, দু’জনেই।

৬৩ বছরের শিল্পীর কণ্ঠে ঝরে পড়ে উচ্ছ্বাস। তিনি বলেন, “পবিত্র রমজান মাসে আমাদের মেয়ে জন্মেছে। পরিবারে নতুন সদস্যের উপস্থিতিতে এ বারের ইদ আরও আনন্দে কাটবে।”

কন্যার নাম রেখেছেন রাহিল লরা সালসাবিল ইয়ামানি। ২০১৭ সালের ১ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন জামাল আবদিল্লাহ ও ইজ্জাতি। কন্যা রাহিলের আগে তাঁদের আরও তিন সন্তান রয়েছে।ইজ্জাতি তাঁর চতুর্থ স্ত্রী। এর আগে তিনটি বিয়েই ভেঙে গিয়েছে জামালের। আগের বৈবাহিক সম্পর্কে তাঁর দুই পুত্রসন্তান রয়েছে।

তাঁদের মধ্যে ওসামা ইয়ামানির বয়স ২১ বছর ও হামদান জাকি ইয়ামানির বয়স ১৭ বছর। দুই পুত্রই জামালের পদাঙ্ক অনুসরণ করে গায়ক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন।

AUTHOR :RIMA

১৫-মিনিটের-ভাড়া-৩৩-লক্ষ-টাকা!-উবেরে-চেপে-ঘটি-বাটি-বিক্রি-হওয়ার-জোগাড়-যুবকের Read Previous

১৫ মিনিটের ভাড়া ৩৩ লক্ষ ...

Disney-Layoffs:কর্মীছাঁটাইয়ের-পথে-ডিজ়নিও!চাকরি-যেতে-পারে-হাজারো-কর্মীর Read Next

Disney Layoffs:কর্মীছাঁটাইয়ের পথ...