You will be redirected to an external website

Flood: টানা বৃষ্টিতে বিপর্যস্ত চট্টগ্রাম, বন্যাদুর্গত তিন লক্ষ মানুষ

Flood:-টানা-বৃষ্টিতে-বিপর্যস্ত-চট্টগ্রাম,-বন্যাদুর্গত-তিন-লক্ষ-মানুষ

বন্যায় বিধ্বস্ত বাংলাদেশের চট্টগ্রাম এবং বান্দরবান

কয়েক দিন ধরে টানা বৃষ্টি। তার জেরে বন্যায় বিধ্বস্ত বাংলাদেশের চট্টগ্রাম এবং বান্দরবান। পরিস্থিতি মোকাবিলার জন্য মোতায়েন করা হল সেনা। 

দৈনিক ‘প্রথম আলো’-য় প্রকাশিত খবরে জানানো হয়েছে, উদ্ধার, ত্রাণ, ওষুধ এবং জরুরি জিনিসপত্র বিলির কাজে অংশ নেবে সেনা। সেনার তরফে বিবৃতিতে বলা হয়েছে, যত ক্ষণ বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসছে, তত ক্ষণ মোতায়েন থাকবে সেনা। চট্টগ্রাম এবং বান্দরবান ছাড়া অন্য এলাকাতেও বন্যা পরিস্থিতির উপর নজর রাখছে সেনাবাহিনী।

বন্যার প্রভাব সব থেকে বেশি পড়েছে বান্দরবান এবং চট্টগ্রামে। বান্দরবানে ধসের কারণে ভেঙে পড়েছে বহু রাস্তা। যোগাযোগ বিচ্ছিন্ন বেশ কিছু এলাকা। বিদ্যুৎ সংযোগ নেই। মোবাইল এবং ইন্টারনেট পরিষেবাও বন্ধ। বান্দরবান জেলায় ২০০টি ত্রাণশিবির খোলা হয়েছে। সেখানে আশ্রয় নিয়েছেন বহু মানুষ।

অন্য দিকে, ভারী বৃষ্টি এবং রাস্তায় জল জমার কারণে মঙ্গলবার চট্টগ্রাম জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। জেলার বহু জায়গা জলমগ্ন। পানীয় জল, খাবারের অভাব দেখা দিয়েছে। তিন লক্ষ বাসিন্দার দৈনিক জনজীবন বিপর্যস্ত।

AUTHOR :RIMA

১৫-মিনিটের-ভাড়া-৩৩-লক্ষ-টাকা!-উবেরে-চেপে-ঘটি-বাটি-বিক্রি-হওয়ার-জোগাড়-যুবকের Read Previous

১৫ মিনিটের ভাড়া ৩৩ লক্ষ ...

Tornado:-টর্নেডোর-কারণে-২৬০০-বিমান-বাতিল-আমেরিকায়,চূড়ান্ত-সতর্কতা-জারি- Read Next

Tornado: টর্নেডোর কারণে ২৬০০ ...