You will be redirected to an external website

Afghanistan: আফগানিস্তানে হড়পা বান, এক দিনের ভারী বর্ষণে প্রাণ হারালেন অন্তত ২০০ জন

Afghanistan:-আফগানিস্তানে-হড়পা-বান,-এক-দিনের-ভারী-বর্ষণে-প্রাণ-হারালেন-অন্তত-২০০-জন

হড়পা বানের জেরে জেরবার আফগানিস্তান

হড়পা বানের জেরে জেরবার আফগানিস্তান। উত্তর আফগানিস্তানের বাঘলান প্রদেশে ২০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে বলেই খবর। শুক্রবার বাঘলান প্রদেশে অস্বাভাবিক বৃষ্টিপাত হয়। যার জেরে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়। 

সংবাদসংস্থা এএফপি সূত্রে খবর, শনিবার রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে শুক্রবার সকাল থেকেই বৃষ্টিপাত শুরু হয় বাঘনাল প্রদেশে। সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টির তেজ বৃদ্ধি পেতে থাকে। সেই বৃষ্টির কারণেই বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়। তাতে এখনও পর্যন্ত ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

যদিও আফগানিস্তানের তালিবান সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার রাত পর্যন্ত হড়পা বানে ৬২ জনের মৃত্যু হয়েছে। বাঘনাল ছাড়াও দেশের উত্তরাঞ্চলের তাকহার প্রদেশেও অতি বৃষ্টির কারণে বন্যার পরিস্থিতি দেখা দিয়েছে। পাশাপাশি, বাদাকশান প্রদেশ, ঘোর প্রদেশ এবং হেরারও বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্থ হয়েছে। শুরু হয়েছে উদ্ধারকাজ। তবে অনেকের মতে, এমন বড় প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করার জন্য প্রস্তুত নয় আফগানিস্তান।

কেন বন্যা পরিস্থিতি সৃষ্টি হল, তা ব্যাখ্যা করতে গিয়ে বিজ্ঞানীদের একাংশ দাবি করেছেন, আফগানিস্তানে গত শীত তুলনামূলক শুষ্ক ছিল। ফলে মাটির পক্ষে জলশোষণ করা কঠিন ছিল। 

AUTHOR :RIMA

১৫-মিনিটের-ভাড়া-৩৩-লক্ষ-টাকা!-উবেরে-চেপে-ঘটি-বাটি-বিক্রি-হওয়ার-জোগাড়-যুবকের Read Previous

১৫ মিনিটের ভাড়া ৩৩ লক্ষ ...

Slovakia-Prime-Minister:-স্লোভাকিয়ার-প্রধানমন্ত্রী-গুলিবিদ্ধ!-গুরুতর-আঘাত-পাকস্থলীতে Read Next

Slovakia Prime Minister: স্লোভাকিয়ার প্...